জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৫ দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ অবন্তীকার আত্মহত্যাকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
শনিবার দুপুরের এই বিচারের দাবিতে আন্দোলন করেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এ সময় তারা বিচারের দাবিতে নানা স্লোগান দেন। বিক্ষোভ মিছিল শেষে পাঁচ দফা দাবি জানানো হয়।
শিক্ষার্থীদের পক্ষে পাঁচ দফা দাবি জানান মাস্টার্সের শিক্ষার্থী রেজওয়ান হক। দাবিগুলো হলো: ২৪ ঘণ্টার মধ্যে হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার করা, অভিযুক্ত আম্মান ও দ্বীন ইসলামকে গ্রেপ্তার ও বিচার করা এবং স্থায়ী বহিষ্কার করা, ভিকটিমের পরিবারকে নিরাপত্তা দেওয়া, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাদী হয়ে মামলা করতে হবে এবং নিপীড়ক বিরোধী সেলকে কার্যকর করতে হবে।
তিনি জানান, ২৪ ঘণ্টার মধ্যে দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন তারা।
শিক্ষক ও সহপাঠীকে দায়ী করে ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা। সোমবার (১৫ মার্চ) রাত ১০টার দিকে ফেসবুকে পোস্ট দেওয়ার পর নিজ বাসায় গলায় ফাঁস নিয়ে ফাইরুজ আত্মহত্যার চেষ্টা করেন। ফাইরুজকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।