আইপিএল খেলতে ভারত গেলেন মুস্তাফিজ
শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল চট্টগ্রামে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে বোলিংয়ের সময় পায়ের মাংসপেশিতে টান লেগেছিল মুস্তাফিজুর রহমানের। এরপর স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে এই বাঁহাতি পেসারকে৷ তবে মারাত্মক কিছু হয়নি মুস্তাফিজের।
লঙ্কানদের বিপক্ষে সিরিজ জয়ের আনন্দ নিয়ে বাংলাদেশী পেসার আজ আইপিএল খেলতে ভারত যাত্রা করেছেন। আইপিএল খেলতে ভারত যাওয়ার খবর নিজেই দিয়েছেন মুস্তাফিজ। বিমানবন্দরে চেয়ারে বসা অবস্থায় একটি ছবি নিজের অফিশিয়াল ফেসবুক পেইজে পোস্ট করেছেন তিনি।
ছবির সঙ্গে লিখেছেন, 'আমার নতুন এসাইনমেন্ট নিয়ে উচ্ছ্বসিত। আইপিএল ২০২৪ খেলতে চেন্নাইয়ে যাচ্ছি। আমার জন্য দোয়া করবেন যেন নিজের সেরাটা দিতে পারি।'
২২ মার্চ থেকে শুরু হচ্ছে ১৭তম আইপিএল। বাংলাদেশী খেলোয়াড়দের মধ্যে দল পেয়েছেন শুধু মুস্তাফিজই। এবার তাকে দুই কোটি রুপিতে দলে নিয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।
গত আসরের চ্যাম্পিয়ন চেন্নাই এবার উদ্বোধনী দিনেই মাঠে নামবে। প্রতিপক্ষ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তবে মুস্তাফিজ প্রথম একাদশে থাকবেন কিনা, সেটি প্রশ্নের বিষয়।