সরাসরি কল করে হাসপাতালে সিট বুকিং দিতে পারবে রোগী
কোভিড-১৯ পরীক্ষা, ফলাফল, চিকিৎসার জন্য ওষুধ, অক্সিজেন সিলিন্ডার, হাসপাতাল, আইসোলেশন সেন্টারের চিকিৎসা সুবিধাসহ সকল ধরনের তথ্য সম্বলিত একটি ওয়েবসাইট চালু করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এই প্ল্যাটফর্ম থেকে রোগী সরাসরি কল করে হাসপাতালে সিট বুকিং দিতে পারবেন।
শুক্রবার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে www.hospitalfinder.info নামে ওয়েবসাইটটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
জেলার সকল সরকারি-বেসরকারি হাসপাতাল-ক্লিনিকগুলোর সব তথ্য এই ওয়েবসাইটে মিলবে বলবে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ওয়েবসাইটের মাধ্যমে সঠিক সময়ে সঠিক তথ্য পাবে জনগণ। হাসপাতালগুলো তাদের সার্ভিস সংক্রান্ত তথ্য সহজেই জনগণের কাছে পৌঁছাতে পারবে। মোবাইল নম্বর দিয়ে করোনা টেস্টের ফলাফল পাওয়া যাবে। চট্টগ্রামে সরকারি, বেসরকারি কোভিড-১৯ টেস্ট সেন্টারের নাম, ঠিকানা, লোকেশন, টেস্ট ফি, কালেকশন টাইমসহ সব বিস্তারিত তথ্য এখানে পাওয়া যাবে। এছাড়া অক্সিজেন এবং অ্যাম্বুলেন্স সার্ভিস প্রদানকারী সকল প্রতিষ্ঠানের নাম ঠিকানা, যোগাযোগ নম্বরও এই ওয়েবসাইটে পাওয়া যাবে।
করোনার চিকিৎসা নিতে ভোগান্তির প্রেক্ষিতে এই ওয়েবসাইট চালু করা হয়েছে বলে জানায় চট্টগ্রাম জেলা প্রশাসন।