মস্কো হামলায় দুই সন্দেহভাজন আটক
রাশিয়ার রাজধানী মস্কোতে একটি কনসার্ট হলে বন্দুকধারীদের হামলা হামলায় অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৪৫ জনের বেশি। হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।
শুক্রবার (২২ মার্চ) রাতে মস্কোর উত্তর প্রান্তে ক্রকাস সিটি হলে এ হামলার ঘটনা ঘটে। ৬ হাজার ২০০ আসনের ক্রকাস সিটি হলে একটি সংগীত দলের গান গাওয়ার আগমুহূর্তে এ হামলা চালানো হয়।
এদিকে শনিবার রুশ আইনপ্রণেতা আলেকজান্ডার খিনশটাইন বলেছেন, সন্দেহভাজন দুই ব্যক্তিকে একটি গাড়ি ধাওয়া করার পরে হামলায় জড়িত থাকার সন্দেহে আটক করা হয়েছে। কিন্তু অন্যরা এখনও পলাতক রয়েছে।
আলেকজান্ডার খিনশটাইন প্রাথমিক তথ্যের বরাত দিয়ে জানিয়েছেন, হামলাকারীরা একটি রেনল্ট গাড়িতে ছিল যেটি শুক্রবার রাতে মস্কোর প্রায় ৩৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ব্রায়ানস্ক অঞ্চলে পুলিশ দেখেছিল। পুলিশ সেটিকে থামার নির্দেশ দিলেও সেটি থামার নির্দেশ অমান্য করেছিল।
তিনি জানিয়েছেন, "গাড়িটি ধাওয়া করার সময় গুলি চালানো হয় এবং গাড়িটি উল্টে যায়। ঘটনাস্থলে একজন সন্ত্রাসীকে আটক করা হয়। বাকিরা জঙ্গলে পালিয়ে যায়। অনুসন্ধানের মাধ্যমে একজন দ্বিতীয় সন্দেহভাজনকে পাওয়া যায় এবং আনুমানিক রাত ৩টা ৫০ মিনিটে তাকে আটক করা হয়। অন্যদের খোঁজ এখনো চলছে।"
ঘটনাস্থল থেকে কতজন পালিয়েছে তা এখনো স্পষ্ট নয়।
খিনশটাইন জানিয়েছেন, গাড়িতে একটি পিস্তল, একটি অ্যাসল্ট রাইফেল, একটি ম্যাগাজিন এবং তাজিকিস্তানের পাসপোর্ট পাওয়া গেছে।
২০০৪ সালে বেসলান স্কুল জিম্মির ঘটনার পর এটিই রাশিয়ায় সবচেয়ে মারাত্মক হামলার ঘটনা।