চরম ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইটওয়াশ জ্যোতিরা
উইকেটে গিয়ে থাকার চেষ্টা করেছেন বাংলাদেশের ব্যাটাররা। উইকেটে থাকতে পারলেও রান তুলতে সংগ্রাম করতে হয় তাদের, সময় নিয়ে চেষ্টা করেও মেলেনি রানের দেখা। সব ম্যাচেই একই দৃশ্য, তিন ওয়ানডের কোনোটিতেই ১০০ রানের বেশি করতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল।
এমন হতশ্রী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে ফল যেমন হওয়ার, তেমনই হয়েছে। তিন ম্যাচেই বড় ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা। দেশের মাটিতে এই প্রথম কোনো ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ।
বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশের মেয়েরা। প্রথম ওয়ানডেতে ১১৮ রান ও দ্বিতীয়টিতে ৬ উইকেটে হারে বাংলাদেশ। এবার অজিদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা, যার প্রথমটি মিরপুরে আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে।
টস হেরে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশ ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত ধুঁকেছে। ম্যাচসেরা কিম গার্থ, এলিস পেরি, সিরিজ সেরা অ্যাশলে গার্ডনার, সোফি মোলিনিয়াক্সদের বোলিং তোপের মুখে ২৬.২ ওভারে ৮৯ রানেই অলআউট হয়ে যায় ঘরের মাঠের দলটি। চারজন ব্যাটার দুই অঙ্কের রান করেন, সর্বোচ্চ রানের ইনিংস ১৬। আগের দুই ওয়ানডেতে যথাক্রমে ৯৫ ও ৯৭ রান করে বাংলাদেশ।
ছোট লক্ষ্য তাড়ায় কোনো বেগই পোহাতে হয়নি অস্ট্রেলিয়াকে। অধিনায়ক অ্যালিসা হিলি, এলিম পেরি, বেথ মুনিদের ব্যাটে ১৮.৩ ওভারেই জয় তুলে নেয় মেয়েদের ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়া। ১৮৯ বল হাতে রেখে জেতে তারা। দ্বিতীয় ওয়ানডেতেও দাপুটে জয় তুলে নেওয়া দলটি জেতে ১৫৭ বল হাতে রেখে।
লক্ষ্য তাড়ায় উদ্বোধনী জুটিতে ৮.৩ ওভারে ৪৩ রান যোগ করেন হিলি ও ফোবে লিচফিল্ড। উইকেটে কঠিন সময় পার করা লিচফিল্ড ২৭ বলে একটি চারে ১২ রান করে আউট হন। কিছুক্ষণ পর হিলিও বিদায় নেন, এর আগে ৩৪ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৩৩ রান করেন অজি অধিনায়ক। দুই অপরাজিত ব্যাটার পেরি ২৭ বলে ২৮ ও মুনি ২২ বলে ২১ রান করে দলের জয় নিশ্চিত করেন। বাংলাদেশের সুলতানা ও রাবেয়া একটি করে উইকেট নেন।
এর আগে ব্যাটিং করা বাংলাদেশ শূন্য রানেই প্রথম উইকেট হারায়। এরপর শুরু হয় আসা-যাওয়ার মিছিল, যা থামেনি কোনো জুটিতেই। সর্বোচ্চ জুটিই হয় ২৬, সেটাও শেষের উইকেটে। ৩৯ বলে ২টি চারে সর্বোচ্চ ১৬ রান করেন অধিনায়ক জ্যোতি। এ ছাড়া স্বর্ণা আক্তার ১০, নাহিদা আক্তার ১০ ও পেসার মারুফা আক্তার ১৫ রান করেন। গার্থ ও গার্ডনার ৩টি করে উইকেট নেন। ২টি করে উইকেট পান পেরি ও মোলিনিয়াক্স।