র্যাঙ্কিংয়ে মুমিনুল-খালেদের উন্নতি
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে চরম হতাশার সময় গেছে বাংলাদেশের। ব্যাটিং ব্যর্থতায় মেনে নিতে হয় ৩২৮ রানের বড় হার। দল হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক ও পেসার খালেদ আহমেদের।
গত সপ্তাহের পারফরম্যান্স বিবেচনায় র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। যা বুধবার প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ৮ ধাপ এগিয়েছেন সিলেট টেস্টে বাংলাদেশের দুই ইনিংসে মিলিয়ে একমাত্র হাফ সেঞ্চুরি করা মুমিনুল।
দ্বিতীয় ইনিংসে ৮৭ রান করা বাঁহাতি এই ব্যাটসম্যান ৫০তম স্থানে আছেন। টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়েছেন খালেদ। সিলেট টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৪ উইকেট নেওয়া ডানহাতি এই পেসার ৮৯তম স্থানে আছেন।
এই টেস্টের প্রথম ইনিংসে ২৫ রান করা লিটন কুমার দাস পরের ইনিংসে বাজেভাবে আউট হন। ৭ ধাপ পিছিয়ে ২৪তম স্থানে আছেন তিনি। পিছিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। দুই ইনিংসে যথাক্রমে ৫ ও ৬ রান করা বাঁহাতি এই ব্যাটসম্যান ৯ ধাপ পিছিয়ে ৫৩ নম্বরে নেমে গেছেন।
টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। আগের মতোই যথাক্রমে দুই ও তিন নম্বরে আছেন ইংল্যান্ডের জো রুট ও পাকিস্তানের বাবর আজম। বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের দখলে। যৌথভাবে দুই নম্বরে আছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড ও ভারতের জাসপ্রিত বুমরাহ। তিন নম্বরে আছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা।