লারা-শচিনদের প্রশংসায় ভাসছেন হোল্ডাররা
অন্য সময় হলে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজে এত চোখ থাকতো না। এমন আলোড়নও তুলতো না। কিন্তু সিরিজটি নতুন যাত্রার। করোনাভাইরাসের কারণে দীর্ঘ চার মাস বিরতির পর এই সিরিজ দিয়ে মাঠে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। ফেরার পর্বে দেখা গেছে ওয়েস্ট ইন্ডিজের শাসন।
ব্যাটে-বলে দাপট দেখিয়ে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডকে চার উইকেটে হারিয়েছে ক্যারিবীয়রা। ম্যাচটিতে চোখ ছিল পুরো ক্রিকেট বিশ্বের। এতদিন পর আন্তর্জাতিক ম্যাচ পেয়ে টিভি সেটের সামনে আসন গেড়ে বসেছিলেন বর্তমান ও সাবেক ক্রিকেটাররাও।
পুরো ম্যাচ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ছিলেন তারা। ম্যাচ শেষে অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন। বেশিরভাগ প্রতিক্রিয়াই ওয়েস্ট ইন্ডিজের জয় নিয়ে। দারুণ এই জয়ের পর হোল্ডার-ব্ল্যাকউডদের স্তুতিতে মেতেছেন শচিন টেন্ডুলকার, ভিভ রিচার্ডস, ব্রায়ান লারা, কুমার সাঙ্গাকারা, বিরাট কোহলিরা।
ওয়েস্ট ইন্ডিজের ভূয়সী প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে টুইট করেছেন অনেকেই। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ভিভ রিচার্ডস লিখেছেন, 'বিরতির পর প্রথম টেস্ট ম্যাচটি হয়ে উঠল আমাদের। দৃঢ়প্রত্যয়ী পারফরম্যান্স দেখিয়েছে আমাদের ছেলেরা। জয় প্রাপ্য ছিল এই দলটির। অভিনন্দন, তোমরা আমাদের গর্বিত করেছো।'
৯৫ রানের দারুণ এক ইনিংস খেলা জার্মেইন ব্ল্যাকউডের প্রশংসা করেছেন ভারতের ব্যাটিং ঈশ্বর শচিন টেন্ডুলকার। টুইটে তিনি লিখেছেন, 'দুই দলের ক্রিকেটাররাই দারুণ অলরাউন্ড পারফরম্যান্স করেছে। স্নায়ুক্ষয়ী রান তাড়ায় জার্মেইন ব্ল্যাকউড গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজকে পার করে দিয়েছে। গুরুত্বপূর্ণ একটি জয়, যা সিরিজটিকে জমিয়ে তুলল।'
ক্রিকেটের বরপুত্র ব্রায়ান লারা স্বদেশিদের পারফরম্যান্সে মুগ্ধ। কোচিং স্টাফদেরও প্রশংসা করেছেন ক্যারিবিয়ান এই কিংবদন্তি। লারা লিখেছেন, 'অসাধারণ এক টেস্ট জয়। জেসন হোল্ডার ও তার দলকে অভিনন্দন। দল তৈরি রেখে দারুণ কাজ করেছে কোটিং স্টাফ ও ম্যানেজমেন্ট।'
জেসন হোল্ডার ও বেন স্টোকসের প্রশংসা করে শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা টুইট করেছেন, 'কী অসাধারণ এক ম্যাচ দিয়ে ক্রিকেটের প্রত্যাবর্তন হলো! ওয়েস্ট ইন্ডিজ দল ইস্পাতকঠিন মানসিকতা দেখিয়েছে। বেন স্টোকস ও জেসন হোল্ডার দুজনই অনুকরণীয় নেতা হিসেবে নিজেদের হাজির করেছে।'
খেলা না থাকায় অন্যান্য দলের ক্রিকেটাররাও ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি দেখেছেন। ম্যাচটি দেখে মুগ্ধ ভারতের অধিনায়ক বিরাট কোহলি। বর্তমান সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান টুইটারে লিখেছেন, 'ওয়াও, ওয়েস্ট ইন্ডিজের কী দারুণ জয়! টেস্ট ক্রিকেটের সেরা প্রদর্শনী।'