এক মিনিট খেলেই মাঠ ছাড়ল তুরস্কের ক্লাব, প্রতিপক্ষ চ্যাম্পিয়ন
তুরস্কের ঘরোয়া ফুটবলে চলছে একের পর নাটক। লীগ ফুটবলের পর এবার কাপ টুর্নামেন্টেও আরেক নাটকের স্বাক্ষী হলো দেশটির ঘরোয়া ফুটবল। তুরস্কের সুপার কাপের ফাইনালে মাত্র এক মিনিট খেলা হয়েছে, আর তাতে চ্যাম্পিয়ন হয়েছে গ্যালাতাসারে।
আদতে এক মিনিট খেলা যা হয়েছে সেটিও এক প্রকার প্রতিবাদস্বরূপ। ফাইনালে গ্যালাতাসারের প্রতিপক্ষ ছিল ফেনেরবাচে, বল মাঠে গড়ানোর পর এক মিনিট খেলে উঠে যায় তারা!
তবে ফেনেরবাচের এই উঠে যাওয়ার পেছনে রয়েছে অন্য এক ঘটনা। ফাইনালে খেলতে নামার আগেই এই পরিকল্পনা ছিল ফেনারবাচের, এক মিনিট খেলেই তারা মাঠ ছেড়ে চলে যাবে। ফাইনালে অনূর্ধ্ব-১৯ দলকে মাঠে নামায় ক্লাবটি। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের এমনটা করার কারণ প্রতিবাদস্বরূপ।
গত ২৯ ডিসেম্বর তুর্কি সুপার কাপের ফাইনালটি হওয়ার কথা ছিল সৌদি আরবে। কিন্তু তখন ম্যাচটি স্থগিত করে দেওয়া হয়। গতকাল সেই ম্যাচটিই হয় তুরস্কের সানলিউরফার জিএপি স্টেডিয়ামে। তুর্কি ফেডারেশনের কাছে ফেনেরবাচের অনুরোধ করেছিল ফাইনালটি যেন স্থগিত করে নতুন সময় দেওয়া হয়।
কারণ আগামী বৃহস্পতিবার উয়েফা কনফারেন্স লিগের ম্যাচ রয়েছে তাদের। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে তাদের প্রতিপক্ষ গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোস। কিন্তু তুরস্কের ফেডারেশন ফেনেরবাচের অনুরোধ না রাখায় মাঠ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় ক্লাব কর্তৃপক্ষ। এতে নিয়ম অনুযায়ী গ্যালাতাসারেকে ১-০ ব্যবধানে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
ম্যাচ শেষে তুর্কি ফেডারেশনের সমালোচনা করেন ফেনেরবাচে সভাপতি আলি কচ, 'সময় এসেছে তুরস্কের ফুটবলকে নতুন করে সাজানোর। আমরা এমন এক সময়ের মধ্যে আছি যখন তুরস্ক ফুটবলের পুনর্গঠন প্রয়োজন। এসব বাস্তবায়ন করার জন্য তুরস্কে যোগ্য ব্যক্তিও আছে। এই মুহূর্তে নিরপেক্ষতা, স্বচ্ছ প্রতিযোগিতা এবং নতুন ক্রীড়া নীতিমালা গঠন করা জরুরি।'