জাদুঘরের কর্মচারী গোপনে দেয়ালে ঝোলালেন নিজের চিত্রকর্ম!
মিউনিখের পিনাকোথেক ডার মডার্নে দর্শনার্থীরা এসেছিলেন পাবলো পিকাসো, ফ্রাঞ্জ মার্ক, অস্কার শ্লেমারের মতো কিংবদন্তী শিল্পীদের শিল্পকর্ম দেখতে। কিন্তু এসে কিছুটা অবাকই হলেন তারা। কারণ, বিশ্ববিখ্যাত এসব চিত্রকর্মের পাশেই ঝুলে ছিল জাদুঘরেরই আরেক কর্মচারীর চিত্রকর্ম, যা হয়ত দর্শনার্থীরা আশা করেননি!
জানা গেছে, নিজের শৈল্পিক প্রতিভাকে সবার সামনে তুলে ধরতে জাদুঘরের অনুমতি ব্যতিতই জাদুঘরের দেয়ালে নিজের আঁকা ছবি ঝুলিয়ে রেখে দেন এই কর্মচারী।
সোমবার জার্মান সংবাদমাধ্যম সুডয়েচসাইটুং-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, পিনাকোথেক ডার মডার্নে অনুমতি ছাড়া শিল্পকর্ম প্রদর্শন করার একটি ঘটনা তদন্ত করছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ৫১ বছর বয়সী ওই শিল্পী জাদুঘরের কারিগরি সেবা বিভাগের কর্মী ছিলেন। ওই কর্মী আশা করেছিলেন, জাদুঘরে তার কাজ প্রদর্শন করলে হয়ত ভবিষ্যতের সুযোগের দরজা খুলে যাবে।
অননুমোদিত এ প্রদর্শনীর বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। সুডয়েচসাইটুং জানিয়েছে যে জাদুঘর কর্তৃপক্ষও নাকি এখনও নিশ্চিত নন ঠিক কতদিন ধরে ছবিটি দেয়ালে ঝুলছিল।
জাদুঘরের এক মুখপাত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, এ ধরনের ঘটনা সাধারণত সুপারভাইজাররা তাৎক্ষণিকভাবে শনাক্ত করেন। তবে ওই কর্মচারীর বিরুদ্ধে দেয়ালে ড্রিল করা ছাড়া আর কোনও গুরুতর অভিযোগ আনা হবে না।
তবে সুডয়েচসাইটুংয়ের জানিয়েছে, তিনি তার চাকরি হারিয়েছেন এবং পিনাকোথেক ডার মডার্নে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাকে।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন