ইসরায়েলের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্রকে ‘দূরে থাকতে’ বলল ইরান
ইসরায়েলের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্রকে 'দূরে থাকতে' বলেছে ইরান। রোববার ইসরায়েলে হামলা চালানোর পর জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন যুক্তরাষ্ট্রকে এই হুঁশিয়ারি দেয়। খবর এএফপির।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন লিখেছে: 'দামেস্কে আমাদের কূটনৈতিক কার্যালয়ে চালানো জায়নিস্ট শাসকদের হামলার জবাবে ইরান এ সামরিক পদক্ষেপ নিয়েছে।'
এরপর ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে ওই পোস্টে বলা হয়েছে: 'ইসরায়েলের শাসকরা যেন আরেকটা ভুল না করে। তাহলে ইরানের জবাব আরও কড়া হবে।'
ওই পোস্টে যুক্তরাষ্ট্রকে সাবধান করে দিয়ে ইরানের মিশন লিখেছে: 'এটি ইরান ও সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের মধ্যকার সংঘাত, এ থেকে যেন যুক্তরাষ্ট্র অবশ্যই দূরে থাকে!'
গত ১ এপ্রিল দামেস্কে ইরানের কনস্যুলেটে এক হামলায় ইরানি বিপ্লবী বাহিনীর সাতজন সদস্য নিহত হন। এ হামলার পেছনে ইসরায়েলের হাত রয়েছে বলে বিশ্বাস অধিকাংশের। যদিও ইসরায়েল এ দায় অস্বীকার করে আসছে।
দামেস্কে ওই হামলার পর থেকেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়ে আসছিল ইরান। অবশেষে আজ ইসরায়েলকে লক্ষ্য করে ইরান ৩৫০-র বেশি ড্রোন ও মিসাইল ছুড়েছে।
ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলাতেই সীমাবদ্ধ ইরানের প্রতিশোধ
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে দাবি করা হয়, ইরান ইসরায়েলে চারমুখী আক্রমণ চালিয়েছে।
তবে তেহরানের আক্রমণ সীমাবদ্ধ ছিল ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেই। ইরান, লেবানন, ইরাক ও ইয়েমেনের বিভিন্ন স্থান থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানায় তাসনিম নিউজ এজেন্সি।
ইরান লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, ইরাকের ছোট ছোট সশস্ত্র গোষ্ঠী এবং ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের সমর্থন দেয়।