এমভি আবদুল্লাহ ছিনতাইয়ে সম্পৃক্ত ৮ জলদস্যুকে গ্রেপ্তার করেছে সোমালিয়া: স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন
সোমালি জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে মুক্তি দেওয়ার কিছুক্ষণ পরেই দেশটির কর্তৃপক্ষ উত্তর-পূর্ব সোমালিয়ার একটি ফেডারেল রাজ্য পুন্টল্যান্ডের পূর্ব উপকূল থেকে অন্তত আটজন জলদস্যুকে গ্রেপ্তার করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পুন্টল্যান্ড পুলিশ ফোর্সের বরাত দিয়ে সোমালি সংবাদমাধ্যম গারোয়ে অনলাইন জানিয়েছে, 'অভিযানের সময় জলদস্যুদের দেওয়া মুক্তিপণের অর্থ উদ্ধার করা হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।'
নাম প্রকাশে অনিচ্ছুক পুন্টল্যান্ডের এক পুলিশ কর্মকর্তা গারোয়ে অনলাইনকে বলেন, 'মুক্তিপণ আদায়ের এই চর্চা জলদস্যুদের আরও জাহাজ ছিনতাইয়ে উৎসাহিত করতে পারে।'
বেশকিছুদিন ধরে পুন্টল্যান্ডের উপকূলরেখা জলদস্যুদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।