তীব্র তাপপ্রবাহের কারণে ২৬ এপ্রিলের সমাবেশ স্থগিত করল বিএনপি
সারাদেশে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে ২৬ এপ্রিল ঢাকার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ স্থগিত করেছে বিএনপি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান সোমবার (২২ এপ্রিল) বলেন, 'দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমাবেশের নতুন তারিখ চূড়ান্ত হওয়ার পর জানানো হবে।'
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং অন্যান্য নেতাকর্মীদের গ্রেপ্তার ও সাজার প্রতিবাদে নয়াপল্টনে সমাবেশের মাধ্যমে ২৬ এপ্রিল ঢাকায় বড় শোডাউনের পরিকল্পনা করেছিল বিএনপি।
বিএনপির ঢাকা দক্ষিণ শাখার দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম নেতৃত্ব দেওয়ার কথা ছিল।
দলীয় সূত্র জানায়, সমাবেশ সফল করতে ঢাকা মহানগর ও পার্শ্ববর্তী জেলা থেকে নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছেন। সূত্র আরও জানায়, শনিবার (২০ এপ্রিল) ডিএমপি কমিশনারকে একটি চিঠিও দিয়েছে বিএনপি।