৪২ ছক্কার ম্যাচে রান তাড়ার বিশ্বরেকর্ড গড়ে জিতল পাঞ্জাব
চলতি আইপিএলকে মনে রাখা হবে রেকর্ডের আইপিএল হিসেবে। একের পর এক রেকর্ড নতুন করে লিখে চলেছে আইপিএলের ১৭তম আসর। এবার টি-টোয়েন্টি ক্রিকেটে রান তাড়ার বিশ্বরেকর্ডও দেখল টুর্নামেন্টটি।
ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্সকে রান তাড়ার বিশ্বরেকর্ড গড়ে হারিয়েছে পাঞ্জাব কিংস। একসময় যে দলীয় সংগ্রহ ছিল অনেকটাই অবিশ্বাস্য, এবারের আইপিএলে সেসব সংগ্রহ আর সেটি তাড়া করে প্রায় লক্ষ্যে পৌঁছে যাওয়া যেন হয়ে উঠেছে নিয়মিত। তবে এবার আর কাছাকাছি নয়, লক্ষ্য টপকেছে পাঞ্জাব কিংস।
কলকাতার দেওয়া ২৬২ রানের পাহাড়সম লক্ষ্য পাঞ্জাব টপকেছে আট বল হাতে রেখে, মাত্র দুই উইকেট হারিয়ে! জনি বেয়ারস্টো ফিরেছেন স্বরূপে, তাকে সঙ্গ দিয়েছেন প্রভুসিমরান আর শেষদিকে নিজের ফিনিশার তকমার আরও একবার প্রমাণ দিয়েছেন শশাঙ্ক সিং। চলতি আইপিএলে এই ডানহাতি ব্যাটসম্যান হয়ে উঠেছেন ইনিংসের শেষেরদিকে বোলারদের আতঙ্ক।
বেয়ারস্টো আইপিএল ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন মাত্র ৪৪ বলে। এই ইংলিশ ব্যাটসম্যান অপরাজিত থাকেন ৪৮ বলে আট চার ও নয় ছয়ে ১০৮ রান নিয়ে। শশাঙ্ক অপরাজিত ছিলেন ২৮ বলে দুই চার ও আট ছয়ে ৬৮ রান করে। পাঞ্জাবের আরেক ওপেনার প্রভুসিমরানের ব্যাট থেকে এসেছে মাত্র ২০ বলে চারটি চার ও পাঁচ ছয়ে ৫৪ রান। নিজেদের ইনিংসে পাঞ্জাব হাঁকিয়েছে ২৪টি ছক্কা!
ছক্কা হাঁকিয়েছে কলকাতা নাইট রাইডার্সও। তবে ১৮টি ছক্কাও যথেষ্ট হয়নি। দুই ওপেনার সুনিল নারিন ও ফিলিপ সল্ট এনে দিয়েছেন দুর্দান্ত শুরু। নারিন ৩২ বলে নয় চার ও চার ছয়ে ৭১ করে ফেরেন। সল্ট ৩৭ বলে সমান ছয়টি করে চার ও ছয়ে করেন ৭৫ রান।
এরপর ভেঙ্কটেশ আইয়ারের ৩৯, অধিনায়ক শ্রেয়াস আইয়ারের ২৮ আর আন্দ্রে রাসেলের ২৪ রানের মাঝারি থেকে ছোট ক্যামিওর কল্যাণে ছয় উইকেট হারিয়ে ২৬১ রান সংগ্রহ করে কলকাতা। কিন্তু এই রানও যে জেতার জন্য নিরাপদ নয়, তা পাঞ্জাব দেখিয়ে দিল। আইপিএলে যেভাবে রানবন্যা বইছে, তাতে বাকি ম্যাচগুলোতে এই রান তাড়ার বিশ্বরেকর্ড আবারও ভেঙে গেলে অবাক হওয়ার থাকবে না।