ব্যালট পেপারে ভুল প্রতীক, ব্রাহ্মণবাড়িয়ার কুটি ইউপির চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত
ব্যালট পেপারে প্রার্থীর প্রতীক ভুল থাকায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চেয়ারম্যান পদের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
আজ রবিবার (২৮ এপ্রিল) দুপুর আড়াইটায় নির্বাচন কমিশন ভোটগ্রহণ স্থগিত করে। তবে ইউপি সদস্য পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, ব্যালট পেপারে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইউসূফের অটোরিকশা প্রতীকের স্থলে রিকশা প্রতীক ছাপা হয়েছে। এ নিয়ে আজ দুপুরের দিকে প্রার্থী অভিযোগ জানালে বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়। পরে কমিশন চেয়ারম্যান পদে ভোটগ্রহণ স্থগিতের নির্দেশ দেয়।
তিনি আরও জানান, সদস্য পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কমিশনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সময়ে চেয়ারম্যান পদে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আজ সকাল ৮টায় কুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকাল ৪টায়। নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা ৩৩ হাজার ৪৩৫ জন।