করোনায় আক্রান্ত বার্সেলোনা কিংবদন্তি জাভি
শনিবার দল নিয়ে লিগে ফেরার কথা ছিল কাতারের ক্লাব আল সাদের কোচ জাভি হার্নান্দেজের। এমন সময় দুঃসংবাদ শুনতে হলো তাকে। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বার্সেলোনার কিংবদন্তি এই ফুটবলার। আক্রান্ত হওয়ার বিষয়টি জাভি নিজেই জানিয়েছেন। তার দল আল সাদও এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছে।
স্পেনের বিশ্বজয়ী সাবেক এই ফুটবলার জানিয়েছেন, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে দলের সঙ্গে থাকতে পারছেন না তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, 'আমার দলের সঙ্গে আনুষ্ঠানিক প্রতিযোগিতায় আজ আমি ফিরতে পারছি না। আমার পক্ষ থেকে টেকনিক্যাল স্টাফের প্রধান হিসেবে থাকবেন ডেভিড প্র্যাটস।'
আল সাদ তাদের টুইটার পেজে এ নিয়ে টুইট করেছেন। সেখানে জাভি আরও বলেছেন, 'আল সাদের নিয়ম মেনে কিছুদিন আগে পরীক্ষা করাই এবং শেষ পরীক্ষায় আমি কোভিড-১৯ পজেটিভ হয়েছি। সৌভাগ্যবসত আমি ভালো বোধ করছি। সব ঠিক হওয়ার আগ পর্যন্ত আমি আইসোলেশনে থাকব। স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ সবুজ সঙ্কেত দেওয়ার পর আমি দৈনন্দিন রুটিন ও কাজে ফিরতে চাই।'
গত বছর থেকে আল সাদের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন মেসি-পিকেদের সাবেক এই সতীর্থ। জাভির মূল লক্ষ্য বার্সেলোনার কোচ হওয়া। অবশ্য গত জানুয়ারিতেই বার্সেলোনার কোচ হতে পারতেন জাভি। আর্নেস্তো ভালভার্দে বরখাস্ত হওয়ার পর জাভিকে কোচ হওয়ার প্রস্তাব দেয় বার্সেলোনা। সে সময় প্রস্তুত না থাকায় কোচ হিসেবে বার্সেলোনার দায়িত্ব নেননি তিনি।
বার্সোলোনার বর্তমান পারফরম্যান্স ভালো না হওয়ায় সেতিয়েনের ভাগ্য অনিশ্চয়তায় পড়ে গেছে। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, মৌসুম শেষেই সেতিয়েনকে বরখাস্ত করার কথা ভাবছে স্প্যানিশ জায়ান্টরা। এমন হলে বার্সেলোনার পরবর্তী কোচ হিসেবে জাভিকেই দেখা যেতে পারে।