মানবপাচার মামলায় মিল্টন সমাদ্দার কারাগারে
মানবপাচার মামলায় 'চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার'র চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে চার দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৯ মে) শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ফারজানা শাকিলা সুমু মিল্টনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এরআগে গত ৫ মে ঢাকা মহানগর হাকিম বেগম শান্তা আক্তার শুনানি শেষে তার দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১ মে রাতে তার বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মিরপুর মডেল থানায় একটি মামলা করেন ধানমন্ডির বাসিন্দা এম রাকিব (৩৫)। ওই রাতেই রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
এরপর বৃহস্পতিবার (২ মে) মিরপুর মডেল থানায় প্রতারণার অভিযোগে আরেকটি মামলা করা হয়। মামলায় মিল্টনের সহযোগী কিশোর বালা নামের আরেকজনকে আসামি করা হয়।
এ মামলায় বৃহস্পতিবার (২ মে) মিল্টনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এদিন তার বিরুদ্ধে সাতদিনের রিমান্ডের আবেদন করেন ডিবির এসআই কামাল হোসেন।
শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তার প্রথম দফায় তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মিল্টন তার 'চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার' নামক স্বাস্থ্যসেবা কেন্দ্রে বয়স্ক, শিশু ও প্রতিবন্ধীদের আশ্রয় দিতেন। নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দেওয়া মিল্টন শিশুদের দিয়ে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের জন্য স্পর্শকাতর ভিডিও কনটেন্ট তৈরি করতেন এবং বিভিন্ন সাইটে সেগুলো প্রকাশ ও বিক্রি করে অর্থ উপার্জন করতেন।
এছাড়া তার বিরুদ্ধে মানুষের অঙ্গ-প্রত্যঙ্গের অবৈধ বাণিজ্য, বিশেষ করে কিডনি কাটা ও বিক্রির অভিযোগ উঠেছে।