কর্মীদের ৮ মাসের বেতনের সমান বোনাস দিচ্ছে বিশ্বের সেরা এই বিমান সংস্থা
কর্মীদের ৮ মাসের বেতনের সমান বোনাস প্রদান করবে সিঙ্গাপুর এয়ারলাইনস লিমিটেড। নাম প্রকাশ না করার শর্তে বিষয়টির সাথে সংশ্লিষ্ট এক ব্যক্তি শুক্রবার সিএনএনকে এমনটাই জানিয়েছেন।
সিঙ্গাপুর এয়ারলাইন্স মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।
এয়ারলাইন্স প্রতিষ্ঠানটি ২০২৩ থেকে ২০২৪ অর্থবছরে রেকর্ড ১.৯৮ বিলিয়ন ডলার বার্ষিক নিট মুনাফা করেছে।
এয়ারলাইনটি তার আয়ের বিবৃতিতে বলেছে, মহামারির পরে চীন, হংকং, জাপান এবং তাইওয়ান তাদের সীমান্ত পুরোপুরি পুনরায় খুলে দেওয়ায় উত্তর এশিয়ায় আমাদের বিমানের চাহিদা বেড়েছে। বছরজুড়ে বিমান ভ্রমণের চাহিদা চাঙ্গা ছিল।
মর্যাদাপূর্ণ স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডস অনুসারে সিঙ্গাপুরের রাষ্ট্রীয় বিমান সংস্থাটি গত বছর বিশ্বের সেরা এয়ারলাইন হিসেবে নির্বাচিত হয়েছিল। ২৩ বছরের ইতিহাসে এই নিয়ে পঞ্চমবারের মতো শীর্ষস্থান দখল করল বিমান সংস্থাটি।
সিঙ্গাপুর এয়ারলাইন্সের সিইও গোহ চুন ফং এয়ারলাইনের সাফল্যের জন্য তার দলের কঠোর পরিশ্রম এবং ত্যাগকে কৃতিত্ব দিয়েছেন। তিনি বলেন, 'কর্মীদের সর্বাত্মক এই প্রচেষ্টা মহামারির পরে বিমান সংস্থাটিকে আরও শক্তিশালী হয়ে উঠতে সহায়তা করেছে।'
তবে সিঙ্গাপুর এয়ারলাইন্সই একমাত্র বিমান সংস্থা নয় যারা তার কর্মীদের এরকম মোটা অঙ্কের বোনাস প্রদান করে।
চলতি সপ্তাহে একটি অভ্যন্তরীণ ইমেইলের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দুবাইয়ের এমিরেটস এয়ারলাইন তাদের কর্মীদের ২০ সপ্তাহের বেতনের সমান বোনাস প্রদান করবে।
রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান সংস্থাটি এ নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে।
তবে আগামী বছরটি এ খাতের জন্য কঠিন হতে পারে বলে জানিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। ভূ-রাজনৈতিক উত্তেজনা, সামষ্টিক অর্থনৈতিক অনিশ্চয়তা, মূল্যস্ফীতির চাপ এবং সরবরাহ চেইনের সীমাবদ্ধতা এভিয়েশন শিল্পের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন