১০ কাঠার সরকারি প্লট চান রুমিন ফারহানা
পূর্বাচল আবাসিক এলাকায় ১০ কাঠার প্লট চেয়ে আবেদন করেছেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য রুমিন ফারহানা। গত ৩ আগস্ট জাতীয় সংসদের সদস্যদের প্যাডে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিমের কাছে তিনি এ আবেদন করেন। এতে ফারহানা বলেছেন, ঢাকা শহরে তাঁর কোনো জায়গা, ফ্ল্যাট বা জমি নেই। ওকালতি ছাড়া তার অন্য কোনো ব্যবসা বা পেশাও নেই।
এ যুক্তি দেখিয়ে তিনি গৃহায়ন মন্ত্রীর কাছে সরকারি প্লট চেয়েছেন। সংসদ সদস্য রুমিন ফারহানা আবেদন শেষ করেছেন এভাবে, “আমার নামে ১০ কাঠার প্লট বরাদ্দ করলে আমি আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকব।”
রুমিন ফারহানার আবেদনের বিষয়ে জানতে চাইলে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, “এ বিষয়ে বিধি অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।”
ওদিকে, প্লটের জন্য তাঁর আবেদনের বিষয়ে জানার জন্য সংসদ সদস্য রুমিন ফারহানার সঙ্গে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি।