যে কারণে ভারতের লোকসভার ৪২০ নম্বর আসনটি নেই
ভারতের লোকসভায় আসন সংখ্যা ৫৪৫টি হলেও নেই ৪২০ নম্বর আসনটি। কিন্তু কেন?
এ বিষয়ে মুম্বাই মিররের একটি প্রতিবেদনে বলা হয়েছে, লোকসভার সদস্যদের আপত্তির মুখেই ওই আসন নম্বরটি বাতিল করা হয়েছে।
ভারতীয় দণ্ডবিধিতে কোনো প্রতারণা বা জালিয়াতি করলে ৪২০ ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা করা হয়ে থাকে। তাই সে দেশে সংখ্যাটিকে প্রতারণা বা জালিয়াতির প্রতীক বলে মনে করা হয়।
৪২০ নম্বর আসনটি বাতিলের প্রসঙ্গ উঠলেই সামনে আসে আসামের ধুবড়ি লোকসভার সদস্য মওলানা বদরুদ্দিন আজমলের নাম। তিনি আসাম ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (এইউডিএফ) প্রধান।
মওলানা বদরুদ্দিনকে লোকসভার ৪২০ নম্বর আসনটি বরাদ্দ দেওয়া হয়েছিল। পরে তিনি লোকসভা সেক্রেটারিয়েটের কাছে নম্বরটি নিয়ে আপত্তি জানান এবং তাকে নম্বরটি বদলে অন্য একটি নম্বর বরাদ্দ দিতে অনুরোধ করেন।
মওলানা বদরুদ্দিন সে সময় বলেছিলেন, 'আমি লোকসভা সেক্রেটারিয়েটকে এই নম্বরটি বদলে দিতে বলি। আমি অন্য যেকোনো নম্বর নিতে রাজি ছিলাম। সেটি হোক কথিত আনলাকি-১৩। আমি জানিয়েছিলাম যে এই নম্বরটিতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করছি না।'
পরে বদরুদ্দিনের অনুরোধে তাকে ৪১৯-এ আসনটি বরাদ্দ দেওয়া হয়।
লোকসভার কর্মকর্তারা জানান, আজমলই প্রথম লোকসভা সদস্য নন, তার আগেও অনেকে ৪২০ নম্বরটি নিয়ে আপত্তি জানিয়েছিলেন।
লোকসভার এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, '১৪তম লোকসভায় প্রথমবার এ সমস্যা দেখা দেয়। আমাদের একজন এমপি ছিলেন যার ৪২০ নম্বর নিয়ে সমস্যা ছিল। এ কারণে তার অনুরোধে আমরা ৪১৯এ নম্বরটি চালু করি।'
অনুবাদ: রেদওয়ানুল হক