নিজস্ব কারখানায় উৎপাদিত চামড়াজাত পণ্যের রপ্তানিতেও মিলবে নগদ প্রণোদনা
চামড়াজাত দ্রব্য রপ্তানির ক্ষেত্রে নিজস্ব কারখানায় উৎপাদিত পণ্য রপ্তানি করেও এখন থেকে নগদ প্রণোদনা পাওয়া যাবে।
কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট (এফইপিডি) আজ (বৃহস্পতিবার) এক সার্কুলার জারির মাধ্যমে এ সিদ্ধান্ত জানিয়েছে।
এর আগের নির্দেশনা অনুযায়ী, চামড়াজাত দ্রব্য রপ্তানি করে নগদ প্রণোদনা পাওয়ার ক্ষেত্রে ১০০ ভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান হতে হতো।
সার্কুলারে বলা হয়েছে, সরকারি সিদ্ধান্ত অনুসারে এ মর্মে স্পষ্ট করা যাচ্ছে যে, আলোচ্য খাতে ১০০ ভাগ রপ্তানিমুখী উৎপাদনকারী প্রতিষ্ঠানের পাশাপাশি নিজস্ব কারখানায় উৎপাদিত চামড়াজাত দ্রব্যাদি রপ্তানির ক্ষেত্রেও নগদ সহায়তা প্রদেয় হবে।
কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি ব্যাখ্যা করে বলেন, "বেশকিছু প্রতিষ্ঠান শতভাগ রপ্তানিমুখী না হয়েও চামড়াজাত পণ্য রপ্তানির বিপরীতে নগদ প্রণোদনা নিচ্ছে, এমন অভিযোগ আমাদের জানিয়েছে সরকারের বেশ কয়েকটি অধিদপ্তর। এর ভিত্তিতেই আগের সার্কুলার স্পষ্টীকরণ করে নতুন সার্কুলার জারি করা হয়েছে। ফলে সরকারি অধিদপ্তরগুলোর কনফিউশন কেটে গেলো। তবে কোনো রপ্তানিকারক নিজস্ব কারখানায় উৎপাদিত পণ্যের বদলে অন্য কোনো কারখানা থেকে পণ্য উৎপাদন করে রপ্তানি করলে তিনি নগদ প্রণোদনার আওতায় আসবেন না।
চামড়াজাত সামগ্রী রপ্তানি উৎসাহিত করতে সরকার ২০০০ সাল থেকে প্রণোদনা দিয়ে আসছে। বর্তমানে এসব পণ্য রপ্তানির বিপরীতে ১২ শতাংশ প্রণোদনা দেওয়া হচ্ছে।