অ্যাপলের বিরুদ্ধে ১৪০ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা চীনা কোম্পানির
নিজেদের আবিষ্কৃত প্রযুক্তির মেধাস্বত্ব লঙ্ঘন করে ব্যবহারের অভিযোগে যুক্তরাষ্ট্রের বিখ্যাত স্মার্টফোন এবং গ্যাজেট উৎপাদক অ্যাপলের বিরুদ্ধে ১৬০ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছে- চীনের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি। সাংহাই ঝিঝেন ইনটেলিজেন্ট নেটওয়ার্ক কো. লিমিটেড নামক এ কোম্পানি শিয়াও-আই নামেই অধিক পরিচিত বাণিজ্যিক জগতে।
মামলায় উল্লেখিত ক্ষতিপূরণ দাবির পাশাপাশি তাদের আবিষ্কৃত প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে উৎপাদিত সকল পণ্যের উৎপাদন, বাজারজাতকরণ এবং বিজ্ঞাপনী প্রচারণা বন্ধে অ্যাপলের প্রতি আহ্বান জানিয়েছে শিয়াও-আই। আজ সোমবার (৩ আগস্ট) কোম্পানিটির এক সামাজিক গণমাধ্যম পোস্টে দেওয়া বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। খবর এনডিটিভির।
শিয়াও-আই এর দাবি, অ্যাপল ডিভাইসে ব্যবহৃত কণ্ঠস্বর শনাক্তকারী সফটঅয়্যার- সিরি তাদের ২০০৪ সালের একটি মেধাস্বত্ব নিবন্ধন লঙ্ঘন করেছে। উল্লেখ্য, ২০০৯ সালে শিয়াও-আই ওই মেধাস্বত্ব আবেদন অনুমোদন পায়।
এঘটনায় এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি অ্যাপল। বার্তা সংস্থা অ্যাপলও আদালতে দায়ের করা মামলার কোনো অনুলিপি এখনও সংগ্রহ করতে পারেনি।
তবে রয়টার্স সূত্র জানিয়েছে শিয়াও-আই এর সঙ্গে এ বিষয়ে অ্যাপলের বিরোধ গত এক দশক ধরেই চলছিল। মামলার মাধ্যমে তা কেবল আইনি লড়াইয়ে রূপ নিল।
এর আগে ২০১২ সালে প্রথম অ্যাপলের কণ্ঠস্বর শনাক্তকারী প্রযুক্তির বিরুদ্ধে মেধাস্বত্ব লঙ্ঘনের অভিযোগ করে চীনা কোম্পানিটি। চীনের শীর্ষ আদালত অভিযোগটিকে সেসময় ন্যায়সঙ্গত দাবি বলে রায় দেয়।