ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে নিবন্ধন করলেন সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ
ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য আজ রবিবার নিবন্ধন করেছেন সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ।
গত ১৯ মে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা যান। পরে ২৮ জুন নতুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।
এখন পর্যন্ত প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য যারা নিবন্ধন করেছেন, তাদের মধ্যে আহমাদিনেজাদই সর্বাধিক পরিচিত।
নিবন্ধনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আহমাদিনেজাদ বিশ্বের সাথে ইরানের 'গঠনমূলক সম্পর্ক' ও সব দেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক উন্নত করার প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, দুই মেয়াদে প্রেসিডেন্ট থাকার পর ২০১৩ সালে তিনি যখন দায়িত্ব ছাড়েন, সে সময়ের চেয়ে বর্তমানে ইরানে অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি এবং নিরাপত্তা বিষয়ক সমস্যাগুলো আরও বেড়েছে।
সাংবাদিকদের সঙ্গে কথা বলা শেষে আহমাদিনিজাদ হাত উঁচিয়ে বলেন, 'বসন্ত দীর্ঘজীবী হোক, ইরান দীর্ঘজীবী হোক।'
ইরানের পার্লামেন্টের সাবেক স্পিকার আলী লারিজানিও প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিবন্ধন করেছেন। সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে তার সম্পর্ক বেশ দৃঢ়।
ইরানের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান আব্দুলনাসের হিম্মাতিও প্রার্থী হিসেবে নিবন্ধন করেছেন। তিনি ২০২১ সালেও প্রার্থী হয়েছিলেন।
বর্তমানে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারও নামতে পারেন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে।
সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামিও।
আগামী মঙ্গলবার পাঁচ দিনের এ নিবন্ধন কার্যক্রম শেষ হবে। তখন থেকে পরবর্তী ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেসব প্রার্থী নির্বাচন করতে পারবেন, তাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে। ভোটের আগে দুই সপ্তাহের প্রচারণা কার্যক্রম চালানোর সুযোগ পাবেন চূড়ান্ত প্রার্থীরা।
এখন আহমাদিনেজাদকে নির্বাচনের অনুমতি দেওয়া হবে কি না, সেটিই প্রশ্ন।
এর আগে ২০০৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত দুই মেয়াদে প্রেসিডেন্ট ছিলেন আহমাদিনেজাদ। পরে খামিনি ২০১৭ সালে আহমাদিনেজাদকে সতর্ক করে বলেছিলেন যে তার আবারও প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করা দেশের জন্য কল্যাণকর নাও হতে পারে।
নির্বাচনের জন্য চূড়ান্ত প্রার্থীদের অনুমোদন দেবে ইরানের ১২ সদস্যের গার্ডিয়ান কাউন্সিল। ধর্মীয় নেতা ও আইনবিদদের নিয়ে গঠিত এ কাউন্সিলের তত্ত্বাবধায়ক খামিনিই বলা চলে।
২০২১ সালে প্রেসিডেন্ট প্রার্থী হতে চাইলেও কাউন্সিলটি আহমাদিনেজাদের প্রার্থিতা বাতিল করেন। তাই এবারও যে তার প্রার্থিতা বাতিল করা হবে না, সেটি অনিশ্চিত।
অনুবাদ: রেদওয়ানুল হক