ভারতে তাপপ্রবাহে ৩ দিনে অন্তত ৫০ জনের মৃত্যু
তীব্র তাপপ্রবাহে পুড়ছে গোটা ভারত। গত তিন দিনে দেশটিতে এর কারণে ৫০ জনেরও বেশি লোক মারা গেছে। খবর বিবিসির।
শুধু উত্তর প্রদেশেই গরমের কারণে প্রায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে রয়েছে ভোটগ্রহণ কর্মকর্তা, নিরাপত্তারক্ষী ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মী। আর উড়িষ্যা প্রদেশে প্রায় ২০ জন মানুষ হিট স্ট্রোকে মারা গেছে।
মৃত্যুবরণ করা অনেকেই ভারতের শেষ দফার লোকসভা নির্বাচনের কাজে যুক্ত ছিলেন। দেশটিতে প্রতি পাঁচ বছর পর পর এপ্রিল ও মে মাসজুড়ে নির্বাচন অনুষ্ঠিত হয়; যা মূলত গ্রীষ্মকাল।
এদিকে চলতি বছর ভারতের তাপমাত্রা রেকর্ড ছাড়িয়েছে। দেশটি প্রায়শই দীর্ঘ ও তীব্র তাপপ্রবাহের সম্মুখীন হচ্ছে।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটির ১ মার্চ থেকে ২০ মে পর্যন্ত অন্তত ৫৬ জন হিট স্ট্রোকে মৃত্যুবরণ করেছেন। এছাড়া প্রায় ২৪,৮৪৯টি হিট স্ট্রোকের ঘটনা ঘটেছে।
তবে রাজ্যভিত্তিক তথ্যে দেখা যায়, মৃত্যুর প্রকৃত সংখ্যা হয়তো আরও বহু বেশি। শুধু উড়িষ্যায় জেলা কর্তৃপক্ষের রিপোর্ট মতে, গত ৭২ ঘণ্টায় ৯৯ জন সন্দেহভাজন হিট স্ট্রোকে মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজ্যের স্পেশাল রিলিফ কমিশনার এক বিবৃতিতে বলেন, এর মধ্যে ২০টি কেস নিশ্চিত করা হয়েছে।
এদিকে উত্তরপ্রদেশে চিফ নির্বাচনী কর্মকর্তা নবদীপ রিনওয়া সাংবাদিকদের জানান, মৃত্যুবরণ করা নির্বাচনী কর্মীদের পরিবারকে ১৫ লাখ রুপি করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।
উত্তর ও মধ্য ভারত এবং দেশটির পশ্চিমের কিছু অংশের তাপমাত্রা গত দুই সপ্তাহ ধরে খুব বেশি ছিল। সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ থেকে ৪৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল এবং কিছু কিছু এলাকায় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়।
তবে ভারতের আবহাওয়া বিভাগ বলছে, বর্ষা শুরু হওয়ায় আগামী কয়েক দিনে তাপমাত্রা কমতে পারে। এদিকে বিদ্যুতের ব্যবহার বৃদ্ধির কারণে বেশ কয়েকটি অঞ্চলে তীব্র পানি ও বিদ্যুতের সংকট দেখা দিয়েছে।
অনুবাদ: মোঃ রাফিজ খান