বৈরুতের বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত
লেবাননের রাজধানীতে বিস্ফোরণে বাংলাদেশি তিনজন শ্রমিক নিহত হয়েছে বলে জানিয়েছে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
দূতাবাস সূত্রের বরাত দিয়ে সময় টিভির এক প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় আরো কয়েকজন প্রবাসী আহত হয়েছেন। এছাড়া বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিএনএস বিজয়ের ২১ জন সদস্য আহত হয়েছেন।
নৌবাহিনীর জাহাজ বিএনএস বিজয় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘের মেরিটাইম টাস্কফোর্সের অধীনে লেবাননে নিযুক্ত বাংলাদেশি ক্যাস্টল ক্লাশ করভেট বিএনএস বিজয় দুশো গজের মধ্যে ছিলো।
দূতাবাস সূত্রে জানা গেছে, ভয়াবহ এই বিস্ফোরণে অন্যদের মতো আতঙ্কে আছেন প্রবাসী বাংলাদেশীরা। ঐ এলাকায় অনেক প্রবাসী কাজ করেন। তাদের অনেকেই বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন। ভবনে আটকাও পড়েছেন অনেকে। দুর্ঘটনার শিকার প্রবাসীসহ সবার খোঁজ রাখছে দূতাবাস।
উল্লেখ লেবাননে প্রায় দেড় লক্ষ বাংলাদেশী কর্মরত রয়েছে।