২০২৫ সালের কিউএস ওয়ার্ল্ড র্যাংকিংয়ে বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থানে ঢাবি
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং ২০২৫-এ বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।
গতকাল (৪ জুন) ২০২৫ সালের কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র র্যাংকিং প্রকাশিত হয়েছে, যেখানে ঢাবি ৫৫৪তম স্থান অর্জন করেছে।
দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।
এ বছরের র্যাংকিংয়ে ১০৫টি দেশের দেড় হাজারের বেশি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। যুক্তরাষ্ট্র ১৯৭টি প্রতিষ্ঠান নিয়ে শীর্ষে, যুক্তরাজ্য ৯০টি এবং চীনের ৭১টি প্রতিষ্ঠান নিয়ে শীর্ষে রয়েছে।
টানা ১৩তম বছরের মতো প্রথম স্থানে রয়েছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। দ্বিতীয় স্থানে রয়েছে ইম্পেরিয়াল কলেজ লন্ডন, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় রয়েছে পঞ্চম স্থানে।