ম্যাকডোনাল্ডের চিকেন নাগেটে ফেস মাস্ক!
ঘটনা ইংল্যান্ডের হাম্পশায়ারের অ্যাল্ডারশট শহরের। ম্যাকডোনাল্ডের স্থানীয় এক শাখা থেকে কেনা চিকেন নাগেটে আয়েশ করে কামড় বসিয়েছিল ছয় বছর বয়সী এক বালিকা। নাগেটের ভেতর থেকে বেরিয়ে এলো নীলরঙা একটা সার্জিক্যাল ফেস মাস্ক!
মঙ্গলবার ম্যাকডোনাল্ডের অ্যাল্ডারশট শাখা থেকে ৩২ বছর বয়সী মা লরা অ্যারবার ওই ফাস্ট ফুড কিনে এনেছিলেন মেয়ে ম্যাডির জন্য।
মেয়ের মুখ থেকে ওই নাগেট বের করে আনা লরা বলেন, 'আমি দেখি নাগেটের ভেতরে মাস্ক একদম একাকার হয়ে গেছে!'
এ ঘটনার তদন্ত শুরুর কথা জানিয়েছে ফাস্ট ফুড জায়ান্ট ম্যাকডোনাল্ড।
বিবিসিকে লরা বলেন, 'আমি আমার মেয়ের মুখে হাত ঢুকিয়ে ওটা বের করে এনেছি। আরেকটু হলেই গিলে ফেলেছিল বেচারি।'
'জঘন্য'
'প্রথমে বুঝতে পারিনি জিনিসটা কী। কিন্তু নাগেটের বাক্সটার দিকে তাকিয়ে নীলরঙা কিছু একটা দেখতে পেলাম। পরে দেখি, ওটা মাস্ক! একদম একাকার হয়ে, চুইংগামের মতো হয়ে গেছে। কী যে জঘন্য ব্যাপার!'
'আমি যদি ওই মুহূর্তে রুমে (মেয়ের সামনে) না থাকতাম, তাহলে কী কাণ্ডটাই ঘটত, ভাবতে পারছি না।'
চার সন্তানের ওই জননী আরও জানান, এর পর তিনি সোজা ওই রেস্তোরাঁয় গিয়ে সেটির ব্যবস্থাপকের সঙ্গে কথা বলেছেন।
লরা জানান, তিনি ও তার মেয়ে ঠিক করেছেন, জীবনেও ম্যাকডোনাল্ডের কোনো খাবার আর মুখে তুলবেন না। তিনি সন্তানের মুখে এ ধরনের খাবার তুলে দেওয়ার আগে ভালো করে দেখে নেওয়ার জন্য অন্য মায়েদের প্রতিও আহ্বান জানান।
এদিকে ম্যাকডোনাল্ড জানিয়েছে, খাদ্য নিরাপত্তা তাদের কাছে সব সময়ই সবচেয়ে অগ্রাধিকার পায়। এর একজন মুখপাত্র বলেন, এ ঘটনা জানার পরপরই তারা তদন্ত শুরু করেছেন।
- সূত্র: বিবিসি