রাজধানীতে দেড় কোটি টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৪
রাজধানীতে বিপুল পরিমাণ জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জামসহ একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
তারা হলেন- লিয়াকত হোসেন জাকির (৪০), মমতাজ বেগম (২৫), লিমান আক্তার রিনা (৫০) ও সাজেদা আক্তার (২৮)। তাদের কাছ থেকে দেড় কোটি টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।
লালবাগ জোনের গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমান সাংবাদিকদের বলেন, রাজধানীর কদমতলির দনিয়া থেকে ওয়ারী জোনের পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ সময় জাল টাকা তৈরির সরঞ্জামসহ তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, 'জাল নোট সরবরাহের সঙ্গে সংশ্লিষ্টতা থাকায় ঈদুল ফিতরের আগে আমরা দুই নারীকে গ্রেপ্তার করি। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আরেক নারীকে গ্রেপ্তার করা হয়। পরে জেল থেকে জামিনে বেরিয়ে তিনি আবারও একই কাজ শুরু করেন। ঈদুল আজহাকে সামনে রেখে ওই নারী জাল টাকার ব্যবসার জন্য সম্প্রতি জাকিরের সঙ্গে যোগাযোগ করেন। সেই সূত্র ধরে জাকিরকে গ্রেপ্তার করা হয়।'
ডিবির এই কর্মকর্তা বলেন, 'জাকির হোসেন জাল টাকা তৈরির একজন মাফিয়া। এর আগেও তাকে কয়েকবার গ্রেপ্তার করেছিল পুলিশ। জাল টাকার মামলার বিচার কাজ দীর্ঘসময় ধরে চলে। ফলে আসামিরা কারাগার থেকে জামিনে বেরিয়ে আবারও একই কাজে জড়িয়ে যায়।'