তানজিম তোপের পর ক্লাসেন-মিলারের প্রতিরোধ
তানজিম হাসান সাকিবের সঙ্গে তাসকিন আহমেদের দারুণ বোলিং। ২৩ রানেই ৪ উইকেট তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চেপে ধরেছিল বাংলাদেশ। কিন্তু হেনরিখ ক্লাসেন ও ডেভিড মিলারের লড়াইয়ে চাপ কাটিয়ে দিক খুঁজে নিয়েছে প্রোটিয়ারা। এই দুজনের ব্যাটে এগিয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা।
পঞ্চম উইকেটে ৫২ বলে ৪৯ রানের জুটি গড়েছেন ক্লাসেন-মিলার। ১৩ ওভার শেষে ৪ উইকেটে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৭২ রান। ক্লাসেন ৩১ ও মিলার ১৮ রানে ব্যাটিং করছেন।
দুর্বার তানজিমে কোণঠাসা দক্ষিণ আফ্রিকা, ২৩ রানেই নেই ৪ উইকেট
শুরুতেই চার-ছক্কা হজম করতে হলেও ছন্দে ফিরতে দেরি করলেন না তানজিম হাসান সাকিব। প্রথম ওভারেই তুলে নেন হেনড্রিকসের উইকেট। পরের ওভারে তার শিকার দক্ষিণ আফ্রিকার মারকুটে ওপেনার কুইন্টন ডি কক। এর পরের কাজটি করেন তাসকিন আহমেদ, তিনি ফেরান প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করামকে।
২৩ রানে ৩ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকার চাপ আরও বাড়িয়ে তুললেন তানজিম। বল হাতে শাসন করতে থাকা ডানহাতি এই পেসার ট্রিস্টান স্টাবসকে নিজের তৃতীয় শিকারে পরিণত করেছেন। ৩ ওভারে মাত্র ১৩ রানে ৩ উইকেট নিয়েছেন তানজিম।
তার বোলিং তোপের মুখে ২৩ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে দক্ষিণ আফ্রিকা। পাওয়ার প্লের ৬ ওভার থেকে মাত্র ২৫ রান তুলেছে প্রোটিয়ারা। ডেভিড মিলার ২ ও হেনরিখ ক্লাসেন শূন্য রানে ব্যাটিং করছেন।
দুই ওভারে দুই উইকেট নিয়ে প্রোটিয়াদের চেপে ধরেছেন তানজিম সাকিব
চাপেই পড়ে যেতে হয়েছিল তানজিম হাসান সাকিবকে। তার করা ইনিংসের প্রথম ওভারে টানা দুই বলে ছক্কা ও চার মারেন কুইন্টন ডি কক। কিন্তু এক বল পরই ঘুরে দাঁড়ান বাংলাদেশের এই পেসার। দারুণ এক ডেলিভারিতে রিজা হেনড্রিকসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে বিদায় করেন জানজিম।
নিজের পরের ওভারে আবারও আঘাত হানেলেন ডানহাতি তরুণ এই পেসার। এবার তার শিকার মারকুটে ব্যাটসম্যান ডি কক। অসাধারণ এক ডেলিভারিতে দক্ষিণ আফ্রিকার ওপেনারের স্টাম্প উপড়ে নেন তিনি। ১১ বলে একটি চার ও ২টি ছক্কায় ১৮ রান করেন ডি কক।
৩ ওভার শেষে ২ উইকেটে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১৯ রান। নতুন দুই ব্যাটসম্যান এইডেন মার্করাম ও ট্রিস্টান স্টাবস এখনও রানের খাতা খোলেননি।