ধর্ষণ মামলায় টিকটকার প্রিন্স মামুন গ্রেপ্তার
লায়লা আক্তার ফারহাদের দায়ের করা ধর্ষণ মামলায় গতকাল (১০ জুন) কুমিল্লার দাউদকান্দি থেকে গ্রেপ্তার হয়েছেন 'প্রিন্স মামুন' নামে পরিচিত সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় টিকটকার আব্দুল্লাহ আল মামুন।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, ঢাকা সেনানিবাস পুলিশের রিকুইজিশনের ভিত্তিতে মামুনকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মামুনকে ল্লার দাউদকান্দি টোল প্লাজা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে ঢাকা ক্যান্টনমেন্ট থানায় স্থানান্তর করা হয়েছে।
প্রিন্স মামুনের বিরুদ্ধে ঢাকার ক্যান্টনমেন্ট থানায় ধর্ষণের মামলা দায়ের করেন লায়লা। মামলার অভিযোগে লায়লা বলেছেন, মামুন তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছেন।
লায়লা স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, তিন বছর আগে মামুনের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করেন মামুন। এরপর ২০২২ সালের ৭ জানুয়ারি মামুন তার বাসায় বসবাস করতে থাকেন। মামুনের বাবা-মা মাঝেমধ্যে সেখানে এসে থাকতেন।
লায়লার অভিযোগ, তিনি একাধিকবার বিয়ের কথা বললেও মামুন নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। সর্বশেষ এ বছরের ১৪ মার্চ মামুন তাকে বিয়ে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে লায়লা বিয়ের বিষয়ে বললে মামুন ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে।
মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। মামুনকে আজ (১১ জুন) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হবে বলে ওসি শাহিনুর রহমান নিশ্চিত করেছেন।