বিমান দুর্ঘটনায় মালাউয়ির ভাইস প্রেসিডেন্ট চিলিমা নিহত
পূর্ব আফ্রিকার দেশ মালাউয়ির ভাইস-প্রেসিডেন্ট সাওলোস ক্লাউস চিলিমাসহ (৫১) নিখোঁজ সামরিক বিমানটির সব আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১১ জুন) দেশটির প্রেসিডেন্ট লাজারুস চাকভেরা জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে এ কথা জানিয়েছেন।
এর আগে সোমবার স্থানীয় সময় সকাল ৯টা ১৭ মিনিটে চিলিমাকে বহনকারী বিমানটি রাজধানী লিলংওয়ে থেকে মাজুজু'র উদ্দেশে যাত্রা করে। তবে এরপরই দেশটির বিমান কর্তৃপক্ষের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং সেটি রাডারের বাইরে চলে যায়। নির্ধারিত সময় অনুযায়ী সকাল ১০টা ২ মিনিটে সেটি মাজুজু বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। বিমানটিতে চিলিমাসহ ৯জন যাত্রী ছিলেন।
প্রেসিডেন্ট লাজারুস চাকভেরা তার ভাষণে বলেছেন, 'আমি গভীরভাবে শোকাহত। আমি গভীর দুঃখের সঙ্গে আপনাদের সবাইকে জানাচ্ছি যে, উদ্ধারকারী দল একটি পাহাড়ি এলাকায় বিধ্বস্ত র ধ্বংসাবশেষ পাওয়া গেছে। বিধ্বস্ত বিমানের কেউ জীবিত নেই।'
আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে পরিচিত মুখ চিলিমাকে দুর্নীতির অভিযোগে ২০২২ সালে গ্রেপ্তার করা হয়।
তবে গত মাসে মালাউয়ি একটি আদালত তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে নেন। চিলিমা অবশ্য তা বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।
ভাবানুবাদ: তাবাসসুম সুইটি