সকাল থেকে ঈদে ঘরমুখো মানুষের ঢল
ঢাকার বিভিন্ন টার্মিনালগুলোতে ঈদে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। সকাল থেকে ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও ঈদ যাত্রায় তা বাধা হচ্ছে না।
উত্তরবঙ্গে চলাচল করা বাস শাহজাদপুর ট্রাভেল এর কাউন্টার মাস্টার মো আনোয়ার হোসেন জানান, "সকাল থেকে আমাদের নয়টা বাস ছেড়েছে। সবগুলো বাসই যাত্রীপূর্ণ ছিল। গাড়িগুলো সময় মতোই ছেড়েছে, খারাপ আবহাওয়া কোন সমস্যা করছে না।"
তিনি বলেন, উত্তরবঙ্গ রুটের হাইওয়েতে হালকা যানজট থাকলেও সেটা খুব উল্লেখযোগ্য কিছু না। এখন পর্যন্ত গাড়িগুলো সময় মতো পৌঁছে আবার ঢাকায় সময়মতো ফিরে আসছে।
শ্যামলী পরিবহণ কাউন্টার মাস্টার তপন কুমার শীল জানিয়েছেন, সকাল ১১ টা পর্যন্ত তাদের ২০ থেকে ২৫টি বাস দেশের বিভিন্ন রুটে ছেড়ে গেছে। সবগুলো বাসই যাত্রীপূর্ণ ছিল। গতকাল বিকেল থেকেই মূলত যাত্রীদের চাপ শুরু হয়েছে।
তিনি আরো জানান, খারাপ আবহাওয়ার মধ্যেও যাত্রীরা ঠিকমতো আসছেন এবং বাস সময়মতো টার্মিনাল ছেড়ে যাচ্ছে।
উত্তরবঙ্গে চলাচলকারী হানিফ পরিবহনের ড্রাইভার হাসিবুল ইসলাম জানান, এখন পর্যন্ত রাস্তায় কোনো সমস্যা না হলেও, বৃষ্টি হলে সমস্যা তৈরি হতে পারে। রাস্তায় কিছু জায়গায় পানি জমে চলাচলে সমস্যা তৈরি হতে পারে।
এছাড়া রাজধানীর গুলিস্তান এবং সায়দাবাদ থেকে প্রতি ১০ মিনিট পরপরই দক্ষিণবঙ্গের বাস ছেড়ে যাচ্ছে।
পালকি পরিবহনের কাউন্টার মাস্টার তোফাজ্জল জানান, "আমাদের প্রতি ঘণ্টায় বাস আছে। আমরা যাত্রীপূর্ণ হয়ে গেলেই বাস ছেড়ে দিচ্ছি। এছাড়া এখানে অন্তত আরো ২০ টি কোম্পানি আছে। তারাও একইভাবে বাস চালাচ্ছে।"
ইমাদ পরিবহনের কাউন্টার মাস্টার আবির বলেন, প্রচুর যাত্রী থাকায় যাত্রীপূর্ণ হলেই বাস ছেড়ে দেয়া হচ্ছে। প্রতি ১০ মিনিট পরপরই কোনো না কোনো বাস এখান থেকে পাওয়া যাচ্ছে।
তিনি বলেন, "কোন যাত্রী এখন আর অপেক্ষা করছে না। তারা যে বাস খালি পাচ্ছেন, তাতেই উঠে যাচ্ছেন।"