শুক্রবার পর্যন্ত উৎসব বোনাস পরিশোধ করেনি ১,৫০০ কারখানা
দেশের শিল্পাঞ্চলগুলোতে অবস্থিত সাড়ে ৯ হাজার কারখানার মধ্যে শুক্রবার (১৪ জুন) পর্যন্ত প্রায় ১ হাজার ৫০০ কারখানা উৎসব বোনাস পরিশোধ করেনি বলে জানিয়েছে শিল্পাঞ্চল পুলিশ।
এছাড়া প্রায় ১ হাজার কারখানা এখনও মার্চ মাসের বেতন পরিশোধ করেনি।
শিল্পাঞ্চল পুলিশের সংশ্লিষ্ট বিভাগের একজন সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'শিল্পাঞ্চল পুলিশের আওতাধীন এলাকায় কারখানার সংখ্যা ৯ হাজার ৫০০। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ৯০ শতাংশ কারখানা পর্যন্ত বেতন পরিশোধ করেছে। বাকি ১০ শতাংশ কারখানা মার্চ মাসের বেতনও পরিশোধ করতে পারেনি।'
এছাড়া ৮৫ শতাংশ কারখানা উৎসব বোনাস পরিশোধ করেছে বলে জানান ওই কর্মকর্তা। সেই হিসাবে বোনাস পরিশোধ করতে পারেনি প্রায় ১ হাজার ৫০০ কারখানা।
তবে কোন ধরনের কারখানা বেতন-বোনাস পরিশোধে বেশি পিছিয়ে, সে তথ্য জানাতে রাজি হননি ওই কর্মকর্তা।
অবশ্য শিল্পাঞ্চল পুলিশের বাইরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতাধীন এলাকার কারখানাগুলো এই হিসাবের বাইরে। ওই এলাকার কারখানার তথ্য যুক্ত হলে বেতন ও বোনাস পরিশোধ না করা কারখানার সংখ্যা আরও বেশি হবে।
এদিকে বেতন-বোনাসের দাবিতে কুমিল্লায় ডেনিম প্রসেসিং ইউনিট নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অন্তত এক ঘণ্টা অবরোধ করে রেখেছেন। এর বাইরে অন্যান্য এলাকায় বড় ধরনের শ্রম অসন্তোষের খবর পাওয়া যায়নি।
শিল্পাঞ্চলের কারখানার বড় অংশই পোশাক খাতের, যার সংখ্যা ৩ হাজারের বেশি। অবশ্য এ খাতের উদ্যোক্তারা বলছেন, তাদের ৯৯ শতাংশ কারখানায় শুক্রবার নাগাদ বেতন-বোনাস পরিশোধ করেছে।
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম টিবিএসকে বলেন, 'বিজিএমইএ (বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন) ও বিকেএমইএর সদস্যভুক্ত ৯৯ শতাংশ কারখানা বেতন-বোনাস পরিশোধ করেছে। এ পর্যন্ত হয়তো ৩০টি কারখানা বাকি আছে। শনিবার তারা পরিশোধ করবে।'
এছাড়া বেতন-বোনাস নিয়ে অসন্তোষ নেই বলেও জানান তিনি।
ঈদের আগে শনিবার অনেক কারখানায় সর্বশেষ কর্মদিবস।
অবশ্য বিকেএমইএর সহসভাপতি ফজলে শামীম এহসান টিবিএসকে বলেন, 'গত বৃহস্পতিবারের মধ্যেই অর্ধেক কারখানা বেতন-বোনাস পরিশোধ করে শ্রমিকদের ছুটি দিয়েছে।'