বেলিংহ্যামের গোলে সার্বিয়াকে হারিয়ে শুরু ইংল্যান্ডের
সার্বিয়ার বিপক্ষে কষ্টার্জিত জয় দিয়ে ইউরো মিশন শুরু করেছে ইংল্যান্ড। জার্মানির গেলসেনকারচেনে সার্বদের বিপক্ষে ইংলিশরা জিতেছে ১-০ গোলের ব্যবধানে।
সার্বিয়ার বিপক্ষে বেশ ভুগেছে ইংল্যান্ড। যদিও দুই দলের কেউই তেমন পরিস্কার সুযোগ তৈরি করতে পারেনি। কিন্তু শক্তিতে অনেকটাই এগিয়ে থাকা ইংল্যান্ডের সঙ্গে সমান টক্কর দিয়েছে সার্বিয়া।
ম্যাচে ইংল্যান্ডের হয়ে একমাত্র গোলটি করেছেন জুড বেলিংহাম। ১৩ মিনিটেই কাঙ্খিত গোলের দেখা পায় গ্যারেথ সাউথগেটের দল। ডানপাশ থেকে বুকায়ো সাকার ক্রস বক্সে এসে পৌঁছালে সার্বিয়ার ডিফেন্ডারের আগেই মাথা ছুঁইয়ে দেন বেলিংহাম। আর সেই এক গোলই পুরো ম্যাচে ধরে রাখে ইংল্যান্ড৷
এই ম্যাচটি যেখানে হয়েছে, জার্মানির সেই গেলসেনকারচেনে ইংল্যান্ডের সর্বশেষ খেলার স্মৃতি খুব একটা ভালো ছিল না। এ মাঠেই ২০০৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সভেন-গোরান এরিকসনের ইংল্যান্ড পর্তুগালের কাছে হেরেছিল পেনাল্টি শ্যুটআউটে। সার্বিয়ার বিপক্ষে অবশ্য পূর্ণ ৩ পয়েন্টই তুলে নিয়েছে হ্যারি কেইনের দল।