আইসোলেশনে রেখে ক্রিকেটারদের করোনা পরীক্ষা
বাংলাদেশের শ্রীলঙ্কা সফর প্রায় চূড়ান্ত হয়ে গেছে। আগামী মাসের শেষের দিকে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা বাংলাদেশের। তিনটি টেস্টের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি নাকি ওয়ানডে, এটা নিশ্চিত হলেই সফরসূচি ঘোষণা করা হবে। সফর চূড়ান্ত হওয়ার পর অনুশীলন ক্যাম্পের জন্য প্রাথমিক দল ঘোষণা করা হবে।
ক্যাম্প শুরুর আগে এসব ক্রিকেটারদের আইসোলেশনে রাখা হবে। এরপর করা হবে করোনাভাইরাসের পরীক্ষা। সোমবার এমনই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।
ক্রিকেটারদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে আগে থেকেই অ্যাপসের মাধ্যমে তদারকি করা হচ্ছে জানিয়ে প্রধান নির্বাহী বলেন, 'জাতীয় দলের সম্ভাব্য খেলোয়াড়দের একটা অ্যাপসের অধীনে নিয়ে আসা হয়েছে। তবে কোভিড-১৯ ওয়েলবিং অ্যাপস, এই অ্যাপসের মাধ্যমে তাদের স্বাস্থ্যের অবস্থা সরাসরি পর্যবেক্ষণ করছে আমাদের মেডিকেল ডিপার্টমেন্ট।'
'যখনই আমরা ক্যাম্পের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিব, তাদেরকে আইসোলেশনে রেখে করোনা পরীক্ষা করব। তারপরেই তাদের আবাসিক ক্যাম্পের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিব।'
চলতি মাসের শেষের দিকে ক্যাম্প শুরু হওয়ার কথা। এ বিষয়ে নিজাম উদ্দিন চৌধুরী বলেন, 'শ্রীলঙ্কা সফরের সূচি চূড়ান্ত হওয়ার পর জাতীয় দলের ক্যাম্প আমরা ঠিক করতে পারব। সম্ভাব্য যে পরিকল্পনা, তাতে সেপ্টেম্বরের শেষের দিকে যদি আমরা শ্রীলঙ্কা সফর করি, সেক্ষেত্রে শ্রীলঙ্কা সফরের আগেই এখানে কন্ডিশনিং ক্যাম্পের আয়োজন করা হবে।'
সফর নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে বিসিবির। দুই ফরম্যাট চূড়ান্ত করতে সময় লাগছে বলে জানান নিজাম উদ্দিন চৌধুরী, 'শ্রীলঙ্কার সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। প্রাথমিক আলোচনা ছিল তিন টেস্টের সিরিজ হবে। তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার প্রস্তাব এসেছে, যেটা আমরা অভ্যন্তরীণ আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে জানাব। সূচি এখনও চূড়ান্ত করিনি। কোন কোন ফরম্যাটে খেলা হবে, সেটা চূড়ান্ত করেই তারিখ ঠিক করব।'