রাশিয়ার দাগেস্তানে গির্জা ও সিনাগগে ভয়াবহ হামলা
রাশিয়ার উত্তর ককেশাস প্রজাতন্ত্রের দাগেস্তানে পুলিশ ফাঁড়ি, গির্জা ও সিনাগগে (ইহুদিদের উপাসনালয়) হামলা চালিয়েছে বন্দুকধারীরা। ঘটনায় অন্তত ১৫ জন পুলিশ, একজন অর্থোডক্স ধর্মযাজক ও একজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। খবর রয়টার্স ও বিবিসি'র।
রোববার (২৩ জুন) দাগেস্তানের দুই শহর ডারবেন্ট ও মাখাচকালায় অর্থডক্স উৎসব পেন্টেকস্ট চলার সময় এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত এবং আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। হামলাকারীদের মধ্যে ছয়জন নিহত হয়েছে এবং পুলিশ অন্যদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।
আইন প্রয়োগকারী সংস্থার বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হামলাকারীদের মধ্যে মধ্যাঞ্চলীয় দাগেস্তানের সেরগোকালা জেলার প্রধানের দুই ছেলে রয়েছে, আটক করা হয়েছে তাদের।
টেলিগ্রামে পোস্ট করা ভিডিওতে আজ সোমবার ভোরে গভর্নর সের্গেই মেলিকভ বলেন, 'দাগেস্তান ও পুরো দেশের জন্য এটা খুবই দুঃখের দিন।'
তবে হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। মেলিকভ বলেন, 'সন্ত্রাসী হামলাগুলোর পেছনে কারা রয়েছে এবং তারা কী লক্ষ্য হামলা চালাচ্ছে তা আমরা বুঝতে পারছি।'
রাশিয়ার রাজধানী মস্কোর পাশে একটি কনসার্ট হলে হামলায় ১৪৫ জন নিহত হওয়ার ঘটনার মাস তিনেক পর দাগেস্তানে এসব হামলার ঘটনা ঘটল। ইসলামিক স্টেটস (আইএস) ওই হামলার দায় স্বীকার করেছিল।হামলাকারীদের শনাক্ত করা না গেলেও দাগেস্তানে অতীতে ইসলামপন্থীদের হামলার ঘটনা ঘটেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ফুটেজে দেখা গেছে, কালো পোশাক পরা লোকজন পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়ছে। প্রাচীন ইহুদি সম্প্রদায়ের আবাসস্থল দারবান্দে বন্দুকধারীরা একটি সিনাগগ ও একটি গির্জায় হামলা চালায়, পরে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়।
রাশিয়ার অন্যতম দরিদ্র অঞ্চল দাগেস্তান মুসলিম অধ্যুষিত প্রজাতন্ত্র। ২০০৭ থেকে ২০১৭ সালের মধ্যে ককেশাস আমিরাত এবং পরে ককেশাসের ইসলামিক আমিরাত নামে একটি জিহাদি সংগঠন দাগেস্তান এবং প্রতিবেশী রাশিয়ান প্রজাতন্ত্র চেচনিয়া, ইঙ্গুশেতিয়া এবং কাবার্ডিনো-বলকারিয়ায় হামলা চালায়।
গত মার্চে মস্কোর কাছে ক্রোকাস সিটি হলে হামলার পর রুশ কর্তৃপক্ষ ইউক্রেন ও পশ্চিমাদের দায়ী করে, যদিও ইসলামিক স্টেট (আইএস) পরে হামলার দায় স্বীকার করেছিল।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগে জোর দিয়ে বলেছিলেন, আন্তঃধর্মীয় সম্প্রীতি ও ঐক্যের কারণে রাশিয়া ইসলামি মৌলবাদী হামলার লক্ষ্যবস্তু হতে পারে না। তবে তিন মাস আগে রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এফএসবি জানিয়েছিল, তারা মস্কোর একটি সিনাগগে আইএসের হামলার পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন