ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে সমীকরণ কী দাঁড়াবে
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো ঝামেলাহীনভাবে হোক, সুযোগ হোক ধুন্ধুমার লড়াই দেখার; সব ক্রিকেটমোদীরই এমন চাওয়া। সেখানে যদি ম্যাচটি হয় ভারত ও অস্ট্রেলিয়ার মতো দলের মধ্যে, দর্শক আগ্রহ আরও বেড়ে যায়। কিন্তু এই ম্যাচ দেখার অপেক্ষায় যারা, তাদের জন্য খুব একটা ভালো খবর নেই। সেন্ট লুসিয়ায় বৃষ্টির পূর্ভাবাস থাকায় ম্যাচ ভালোভাবে হওয়া নিয়ে শঙ্কা ছিল। তবে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, ম্যাচ অনুষ্ঠিত হওয়া নিয়েই দেখা দিয়েছে অনিশ্চয়তা।
ম্যাচ শুরুর ঘণ্টা পাঁচেক আগে প্রবল বৃষ্টি শুরু হয় সেন্ট লুসিয়ায়। পরের দিকে আরও ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাসে বলা আছে। ভারী বর্ষণ হলে মাঠ খেলার উপযোগী করে তোলাটা কঠিন কাজ হবে গ্রাউন্ডসম্যানদের জন্য। ঠিক সময়ে ম্যাচে মাঠে গড়ানো নিয়েও থাকবে শঙ্কা। আর টানা বৃষ্টি হলে তো ম্যাচই পরিত্যক্ত হয়ে যাবে, কারণ এই ম্যাচের জন্য নেই কোনো রিজার্ভ ডে। ম্যাচটি বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হওয়ার কথা।
এই ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে সুপার এইটের এক নম্বর গ্রুপের সমীকরণটা কী দাঁড়াবে, কারা উঠবে সেমি-ফাইনালে? এমন প্রশ্নে ভারতীয় সমর্থকদের ভয়ের কিছু নেই, ঘোর সঙ্কটে পড়ে যেতে হবে অস্ট্রেলিয়াকে। তাদের কিছুই করার থাকবে না, তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলের দিকে। টানা দুই জয়ে চার পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে ভারত। এই ম্যাচ পরিত্যক্ত হলে এক পয়েন্ট পাবে তারা, মোট পয়েন্ট নিয়ে গ্রুপের পশ দল হিসেবে শেষ চারে উঠবে রোহিত শর্মার দল।
সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারালেও পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হেরে যায় অস্ট্রেলিয়া, দুই ম্যাচে তাদের পয়েন্ট দুই। এই ম্যাচটি না হলে অজিদের পয়েন্ট হবে তিন, যা দিয়ে আগেই সেমি-ফাইনাল নিশ্চত করা সম্ভব নয়। বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের ফলের ওপর নির্ভর করবে অস্ট্রেলিয়ার ভাগ্য। বাংলাদেশ জিতলে তিন পয়েন্ট নিয়ে সেমির টিকে পাবে অজিরা। কিন্তু আফগানিস্তান জিতলে চার পয়েন্ট নিয়ে সেমি-ফাইনালে উঠে যাবে রশিদ-নবীদের দল।
ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের ওপর আবার বাংলাদেশের ভাগ্যও নির্ভর করছে। কার্যত বিদায় হয়ে গেলেও খাতা-কলমে টিকে আছে তারা। কিন্তু ম্যাচটি পরিত্যক্ত হলে বিদায় নিশ্চিত হয়ে যাবে নাজমুল হোসেন শান্তর দলের। অস্ট্রেলিয়ার পয়েন্ট হবে তিন, দুই ম্যাচে জয়হীন বাংলাদেশ শেষ ম্যাচে জিতলেও অজিদের ধরতে পারবে না। ভারতের সঙ্গে সেমিতে উঠে যাবে মার্শ-ম্যাক্সওয়েলরা। তবে ভারতের বিপক্ষে যদি অস্ট্রেলিয়া হারে এবং আফগানিস্তানকে বিশাল ব্যবধানে হারায় বাংলাদেশ, নেট রান রেটের সমীকরণে শেষ চারে যাওয়ার সুযোগ থাকবে শান্তদের।