আইসিসির বিশ্বকাপ ফ্যান্টাসির সেরা একাদশে রিশাদ
ক্রিকেট অস্ট্রেলিয়ার করা বিশ্বকাপের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন রিশাদ হোসেন। এবার আইসিসির ফ্যান্টাসি সেরা একাদশেও জায়গা পেয়েছেন রিশাদ। অবশ্য এই একাদশ করাই হয়েছে ফ্যান্টাসি গেইমটিতে সেরা পয়েন্ট পাওয়াদের নিয়ে।
এবারের বিশ্বকাপে ফ্যান্টাসি গেইমে রিশাদ পয়েন্ট পেয়েছেন ৪৭৮। সাত ম্যাচ খেলে ৭.৭৬ ইকোনমিতে রিশাদ নিয়েছেন ১৪টি উইকেট। ফ্যান্টাসিতে সবচেয়ে বেশি ৫৭৮ পয়েন্ট পেয়েছেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান।
দ্বিতীয় সর্বোচ্চ ৫৪৮ পয়েন্ট তুলেছেন হার্দিক পান্ডিয়া। ভারতকে বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা রেখেছেন এই অলরাউন্ডার। তৃতীয় স্থানে আছেন ফজলহক ফারুকি, বিশ্বকাপে সর্বোচ্চ ১৭ উইকেট পাওয়া এই আফগান বাঁহাতি পেসার সংগ্রহ করেছেন ৫৪৬ পয়েন্ট।
আইসিসির ফ্যান্টাসি সেরা একাদশঃ
রহমানউল্লাহ গুরবাজ, ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, ট্রিস্টান স্টাবস, হার্দিক পান্ডিয়া, মার্কাস স্টয়নিস, রশিদ খান, ফজলহক ফারুকি, জস্প্রিত বুমরাহ, আর্শদীপ সিং ও রিশাদ হোসেন।