বেনজীর ও মতিউরের সম্পদের হিসাব চেয়েছে দুদক
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা মতিউর রহমানের সম্পদের হিসাব চেয়ে নোাটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নোটিশে আগামী ২১ কার্যদিবসের মধ্যে এ হিসাব জমা দিতে বলা হয়েছে।
একইসাথে সরকারি এই দুই কর্মকর্তার স্ত্রী-সন্তানদের সম্পদের তথ্যও চাওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (২ জুলাই) বিকালে দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান সংস্থাটির সচিব খোরশেদা ইয়াসমিন।
এ আদেশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছকে সম্পদ বিবরণী দাখিলে ব্যর্থ হলে কিংবা মিথ্যা সম্পদ বিবরণী দাখিল করলে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ৫(২) ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশ উল্লেখ করা হয়েছে।
এর আগে বেনজীরকে জিজ্ঞাসাবাদের জন্য দুদফা তলব করা হলেও হাজির হননি তিনি। তার পরিবারের সদস্যরাও দুদকের তলবে সাড়া দেননি।
অন্যদিকে মতিউর পরিবারকে এখন জিজ্ঞাসাবাদের নোটিশ পাঠানো হয়নি। জানা গেছে, তাদেরও জিজ্ঞাসাবাদের জন্য শিগগির নোটিশ পাঠানো হবে।