বোয়িং গতমাসে মাত্র তিনটি যাত্রীবাহী জেট বিক্রি করেছে
বোয়িং গতমাসে মাত্র ১৪টি নতুন জেট বিক্রি করেছে, যার মধ্যে মাত্র তিনটি ছিল যাত্রীবাহী জেট বিমান। গত মাসে বিক্রি করা তিনটি যাত্রীবাহী জেটের মধ্যে দুটি ৭৩৭ ম্যাক্স জেট অজ্ঞাত গ্রাহকের কাছে এবং একটি আলাস্কা এয়ারলাইন্সের কাছে বিক্রি করা হয়েছে৷ অন্য ১১টি বিমান মালবাহী জেট হিসেবে বিক্রি হয়েছে।
গতমাসটি বিমান বিক্রির দিক থেকে এ বছর বোয়িং এর অন্যতম সেরা মাস হলেও ২০২৩ সালের প্রথম ছয় মাসের তুলনায় ২০২৪ সালের প্রথম ছয় মাসে বোয়িং এর বিক্রি ৭০ শতাংশ কমেছে। এ বছরের এপ্রিল এবং মে মাসে বোয়িং যথাক্রমে ৪টি ও ৭টি বিমান বিক্রি করেছে। গতবছরের জুন মাসে বোয়িং ৩০৪টি বিমান বিক্রির অর্ডার পেলেও এ বছরের জুন মাসে তা ৯৪ শতাংশ কমে এসেছে।
এ বছরের জানুয়ারিতে পোর্টল্যান্ড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই আলাস্কা এয়ারের একটি নতুন বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানের অব্যবহৃত জরুরি বহির্গমন দরজা মাঝ আকাশে খুলে পড়ে। ইউএস ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের একটি প্রাথমিক রিপোর্টে বলা হয়েছিল, যে চারটি বোল্ট বিমানের দরজাকে নিরাপদে সংযুক্ত করার জন্য ব্যবহৃত হয় সেগুলো ঠিকমতো না লাগানোর জন্য এমন দুর্ঘটনা ঘটেছে।
গত বছরে সর্বাধিক বিমান বিক্রির রেকর্ড নিয়ে ২০২৪ সাল শুরু করার পর আলাস্কা এয়ারের একটি বোয়িং বিমান দুর্ঘটনায় প্রতিষ্ঠানটির বিমান বিক্রি প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। এছাড়া বিমান নির্মাণের জন্য নিম্নমানের যন্ত্রাংশ ব্যবহার করার অভিযোগসহ খুঁটিনাটি আরো অনেক সমস্যার সমাধান করতে বোয়িংকে বর্তমানে বেশ হিমশিম খেতে হচ্ছে।
এ বছরের মার্চ মাসে বোয়িং সর্বোচ্চ ১১৩টি বিমান বিক্রি করেছিল; বেশিরভাগই আমেরিকান এয়ারলাইন্স থেকে ৮৫টি জেট প্লেনের অর্ডার পাওয়ার কারণে। কিন্তু ৭৩৭ ম্যাক্সের দীর্ঘ সংস্করণের অর্ডারটি মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এএফএ) এখনও যাত্রী বহন করার জন্য প্রত্যয়িত করেনি। আলাস্কা এয়ার দুর্ঘটনার জন্য প্রত্যয়ন পেতে বোয়িং এর ২০২৫ সাল পর্যন্ত সময় লেগে যেতে পারে।
এদিকে বোয়িংয়ের ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩৪৬ জন যাত্রী ও ক্রু নিহত হওয়ার পর একটি নিষ্পত্তি চুক্তির শর্ত লঙ্ঘন করার প্রমাণ পাওয়ায়— ফৌজদারি জালিয়াতির ষড়যন্ত্রের অভিযোগে দোষী সাব্যস্ত হতে রাজি হয়েছে প্রতিষ্ঠানটি। মার্কিন ডিপার্টমেন্ট অব জাস্টিস (ডিওজে) এর তথ্যমতে, বোয়িংকে ২৪৩ দশমিক ৬ মিলিয়ন ডলার ফৌজদারি জরিমানা দিতে হবে।
এই ঘটনার জন্য বোয়িংকে ফৌজদারি তদন্তের পাশাপাশি বিমানে থাকা যাত্রীদের কাছ থেকে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হয়েছে।