দ্রাবিড়েরও আগে নিজের বোনাস কমানোর অনুরোধ করেন রোহিত
টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ঘোষণা করা বোনাস থেকে ১৫ ক্রিকেটার ও প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের জন্য সবচেয়ে বেশি বরাদ্দ রাখে বিসিসিআই। কিন্তু অতিরিক্ত অর্থ নেবেন না বলে জানিয়ে দেন দ্রাবিড়, যা প্রকাশ পাওয়ার পর ভারত ক্রিকেট দলের সাবেক এই কোচকে প্রশংসায় ভাসান অনেকেই।
তবে দ্রাবিড়ই প্রথম নন, তারও আগে নিজের বোনাস কমানোর অনুরোধ করেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, নিজের বোনাস কমিয়ে তা সাপোর্ট স্টাফদের দেওয়ার অনুরোধ জানান রোহিত।
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতায় ভারত দলের জন্য ১২৫ কোটি রুপি পুরস্কার ঘোষণা করে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। দলের খেলোয়াড়, কোচ, নির্বাচক, সাপোর্ট স্টাফসহ ৪২ জন সদস্যকে পুরস্কারের এই অর্থ দেওয়া হয়।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পুরস্কারের অর্থ বিতরণ করার সময় সাপোর্ট স্টাফদের জন্য নিজের বোনাস ছেড়ে দিতে প্রস্তুত ছিলেন রোহিত, যেন তারা বেশি বোনাস পান। প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় দলের একজন সাপোর্ট স্টাফ জানিয়েছেন; পুরস্কারের অর্থ বিতরণ করার সময় রোহিত আপত্তি তুলে বলেন, সাপোর্ট স্টাফদের এতো কম অর্থ পাওয়া উচিত নয়।
১২৫ কোটি বোনাস থেকে খেলোয়াড়দের পাশাপাশি প্রধান কোচ দ্রাবিড়ের জন্য ৫ কোটি রুপি বোনাস বরাদ্দ করে বিসিসিআই। সহকারী হিসেবে থাকা ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, ফিল্ডিং কোচ টি দিলিপ ও বোলিং কোচ পরশ মামব্রের জন্য বরাদ্দ রাখা হয় আড়াই কোটি রুপি করে। কিন্তু বেশি অর্থ নিতে অস্বীকৃতি জানান দ্রাবিড়, অনুরোধ জানান সহকারী কোচদের সমান তাকে আড়াই কোটি রুপি দিতে।
এ ছাড়া ভারতের তিনজন ফিজিও, তিনজন থ্রো ডাউন স্পেশালিস্ট, দুজন মাসাজ থেরাপিস্ট এবং স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ পেয়েছেন ২ কোটি রুপি করে। পাঁচ সদস্যের নির্বাচক কমিটির প্রত্যেককে দেওয়া হয়েছে ১ রুপি করে। টুর্নামেন্ট চলাকালীন ট্রাভেলিং রিজার্ভ হিসেবে থাকা চার ক্রিকেটার পেয়েছেন ১ কোটি রুপি করে।