ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে সনাতন ধর্মালম্বীদের অনুভূতিতে 'আঘাতের' অভিযোগ এনে মামলা করা হয়েছে।
আজ বুধবার (১৯ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মো. নোমানের আদালতে এ মামলা করা হয়।
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পশ্চিম ধলই গ্রামের বাসিন্দা সাংবাদিক বিপ্লব দে 'সনাতন ধর্মের অনুসারী' হিসেবে আদালতে প্রথমে একটি অভিযোগ জমা দেন।
অভিযোগটি গ্রহণ করে বিচারক চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখাকে (ডিবি) ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানান, অভিযোগকারীর আইনজীবী মিঠুন বিশ্বাস।
রাজধানীর একটি মানববন্ধনে দেওয়া এক বক্তব্যের জেরে ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে 'আঘাতের' অভিযোগ করা হয়।
অভিযোগকারীর আইনজীবী মিঠুন বিশ্বাস- দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, গত ৯ আগষ্ট রাজধানীর ভাসানী পরিষদের এক সভায় রামায়ন ও মহাভারত সম্পর্কে যে মন্তব্য ডা. জাফরুল্লাহ চৌধুরী করেছেন, তাতে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মানহানি হয়েছে।
তিনি আরও বলেন, এ জন্য দণ্ডবিধির ২৯৫ (ক) ও ৫০০ ধারায় জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে একটি অভিযোগ মামলা হিসেবে গ্রহণের জন্য আদালতে জমা দিয়েছি। আদালত অভিযোগটি গ্রহণ করে তদন্তের জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিবিকে নির্দেশ দিয়েছেন।
এছাড়া ব্যক্তিগতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাতপ্রাপ্ত এবং সম্প্রদায়ের মানহানিতে নিজের মানহানি অনুভব করে অভিযোগটি করেছেন বলে আর্জিতে উল্লেখ করা হয়।