জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, বিকেল ৪টার মধ্যে হল ছাড়ার নির্দেশ
চলমান কোটা আন্দোলনের কারণে সংঘটিত বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।
দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দেওয়ার জন্য সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চিঠি দেওয়ার পর আজ বুধবার (১৭ জুলাই) সকাল ১০ টা থেকে এক জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করে এ সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবু হাসান সাক্ষরিত এক বিবৃতিতে আজ বিকেল ৪টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে সিন্ডিকেট সভা থেকে শিক্ষার্থীদের হল ছাড়ার ঘোষণা আসতে পারে এমন আশঙ্কায় সকাল থেকেই রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা।
তারা বলছেন, হল ছাড়ার নির্দেশনা এলে শিক্ষার্থীরা নিরাপদে বাসায় ফিরতে পারবেন সেই নিশ্চয়তা শিক্ষার্থীরা পাচ্ছেন না। একইসাথে শিক্ষার্থীদের ওপর হামলা এবং ক্যাম্পাসকে সন্ত্রাসমুক্ত না করা পর্যন্ত হল ত্যাগ করবেন না বলেও জানিয়েছেন তারা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বায়ক আরিফ সোহেল বলেন, "শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে ন্যাক্কারজনক হামলা হয়েছে, আমাদের উপর ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করেছে, রাষ্ট্র এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের কোন নিরাপত্তা দিতে সক্ষম হয়নি।"
তিনি আরো বলেন, "এখন হল ছাড়ার নির্দেশনা এলে শিক্ষার্থীরা যে নিরাপদে বাসায় যেতে পারবে সেই নিশ্চয়তা আমরা পাচ্ছি না। যতক্ষণ পর্যন্ত আমাদের ওপর আক্রমণের বিচার না হচ্ছে এবং ক্যাম্পাস সন্ত্রাসমুক্ত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা কেউ হল ছাড়বো না।"