কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বয়ককে ছাড়ার সিদ্ধান্ত আসেনি: ডিবি প্রধান
কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে ছাড়ার ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি বলে জানিয়েছেন পুলিশের গোয়েন্দা প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।
আজ মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে সাংবাদিকদের তিনি জানান, "কোটা আন্দোলনের ছয় সমন্বয়ককে ছাড়ার সিদ্ধান্ত এখনও আসেনি।"
এদিকে, গত শুক্রবার (২৬ জুলাই) কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হাসপাতাল থেকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে শনিবার (২৭ জুলাই) মো. সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ ও নুসরাত তাবাসসুমকেও ডিবি হেফাজতে নেওয়া হয়।
কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়করা নিরাপত্তাহীনতায় ভুগতে থাকায় তাদেরকে ডিবি কার্যালয়ে আনা হয়েছিল বলে জানিয়েছিলেন ডিবি প্রধান। আজ জানালেন, তাদেরকে ছাড়ার ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধন্ত আসেনি।
এদিকে, বিভিন্ন মহল থেকে ছয় সমন্বয়ককে ছেড়ে দেওয়ার অনুরোধ জানানো হচ্ছে। এ দাবিতে আজ মঙ্গলবার রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে 'বিক্ষুব্ধ নাগরিক সমাজ'। আন্টিমেটামে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে।