ইন্টারনেট ছাড়া ব্যাংকিং সচল রাখতে নেটওয়ার্কিং অ্যাপ চালু করবে বাংলাদেশ ব্যাংক
দেশের যেকোনো ধরনের সংকটময় পরিস্থিতিতে ব্যাংকগুলোর আন্তঃব্যাংকিং কার্যক্রম সচল রাখতে আলাদা নেটওয়ার্কিং অ্যাপ চালু করবে কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার কেন্দ্রীয় ব্যাংকে ব্যাংক ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) সংগঠন অ্যাসোসিয়েশন অভ ব্যাংকারস, বাংলাদেশ-এর (এবিবি) নেতাদের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় ব্যাংক এ কথা জানায়। বৈঠকে প্রায় এক ডজন ব্যাংকের এমডিরা উপস্থিত ছিলেন।
বৈঠকে উপস্থিত থাকা একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক টিবিএসকে বলেন, 'কেন্দ্রীয় ব্যাংক বলেছে তারা একটা নেটওয়ার্ক ডেভলপ করবে, যার মাধ্যমে ইন্টারনেট না থাকলে ব্যাংকিং সার্ভিস সচল থাকবে।'
তিনি বলেন, 'ওই নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আমাদের হেড অফিসের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের যোগাযোগ থাকবে। আমরা একইসঙ্গে এই নেটওয়ার্কিং ব্যবস্থার মাধ্যমে সরা দেশের ব্রাঞ্চগুলোর সঙ্গে যোগাযোগ করতে পারব।'
বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা টিবিএসকে বলেন, ইন্টারনেট না থাকলেও ব্যাংকগুলোর এটিএম ব্যবস্থা সচল থাকবে। তবে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) মাধ্যমে এমএফএস লেনদেন করা যায়না। 'আমরা চাই এই নেটওয়ার্কিংয়ের মাধ্যমে ইন্টারনেট ছাড়াও লেনদেন করা যাবে।'
১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন তীব্র আকার ধারণ করে। একপর্যায়ে সরকার কারফিউ জারি করে সেনা মোতায়েন করে। ১৯ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত কার্যত ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকায় ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় আসাও কমে যায়।
কারফিউকালে ব্যাংকিং বন্ধ থাকলেও ইন্টারনেট বন্ধ থাকায় এমএফএস লেনদেনও বন্ধ থাকে। কেন্দ্রীয় ব্যাংক চাচ্ছে যেকোনো সংকটের মুহূর্তে ইন্টারনেট না থাকলেও ব্যাংকিং সেবা যেন সচল থাকে। ব্যাংকগুলো আন্তঃনেটওয়ার্কের মাধ্যমে শাখাগুলোর সঙ্গে যোগাযোগ করতে পারবে।
বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, 'দেশের রাজনৈতিক পরিস্থিতি যা-ই হোক না কেন, আমরা পেশাদারিত্বের সঙ্গে সামলাব। সব ধরনের গুজব থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।'