আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করব, সব হত্যার বিচার করা হবে, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন: সেনাপ্রধান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
ঢাকা সেনানিবাস থেকে তিনি বলেন, এখন রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। প্রতিটি হত্যার বিচার হবে, প্রতিটি অন্যায়ের বিচার হবে। সেনাবাহিনীর ওপর আস্থা রাখেন। আমরা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছি।
মারামারি, হত্যা ও ভাঙচুর পরিহার করে সেনাবাহিনীকে সহায়তা করতে জনতার প্রতি আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, সহিংসতার মাধ্যমে আমরা কিছুই অর্জন করতে পারব না। আপনারা আমাদের সময় দিন। আমাদেরকে সহযোগিতা করুন— আপনাদের সহায়তা পেলে আমরা শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনব। আপনারা সেনাবাহিনীর ওপর আস্থা রাখেন। হামলা, ভাঙচুর হত্যা থেকে বিরত থাকুন। আপনারা সহযোগিতা করলে আমরা সুন্দর একটা সমাধানে আসতে পারব।
তিনি বলেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। আপনারা ধৈর্য ধরেন। আমাদের সময় দিন।
সংক্ষিপ্ত ভাষণ শেষে গণমাধ্যমের সাথেও কথা বলেন জেনারেল ওয়াকার-উজ-জামান। এসময় সাংবাদিকরা জানতে চান কাদের সাথে আলোচনা হয়েছে। তখন সেনাপ্রধান জানান, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, জামায়াতের আমীর, জাতীয় পার্টি, অধ্যাপক আসিফ নজরুল ও জোনায়েদ সাকিসহ সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে তার আলোচনা হয়েছে। এখানে আওয়ামী লীগের কোনো প্রতিনিধি ছিল না বলেও জানান তিনি।
শিক্ষার্থীরা যেহেতু ড. আসিফ নজরুলকে শ্রদ্ধা করেন, তাই তাদের শান্ত থেকে সহিংসতা থেকে বিরত থাকার জন্য তার মাধ্যমে বার্তা পাঠানো হয়েছে। একইসঙ্গে গণমাধ্যমের প্রতি দেশের এই বিশেষ পরিস্থিতিতে দায়িত্বশীলতার সাথে সংবাদ পরিবেশনের অনুরোধ জানিয়েছেন জেনারেল ওয়াকার।