সাবেক গুরুর দীক্ষা কাজে লাগাচ্ছেন আফিফ
লকডাউনে ঘরবন্দি থাকা ছাড়া উপায় ছিল না। দীর্ঘ সময় ধরে বাড়িতেই ফিটনেসের কাজ করে এসেছেন ক্রিকেটাররা। বাড়তি হিসেবে বিসিবির বিভিন্ন ক্লাস ও মিটিংয়ে অংশ নিয়েছেন তারা। যেখানে কোচরা দিক-নির্দেশনা দিয়েছেন, তুলে ধরেছেন ক্রিকেটারদের শক্তি ও দুর্বলতার দিক।
এ ছাড়া ক্রিকেটারদের মানসিকভাবে শক্ত রাখতে মনোবিদের ক্লাসের আয়োজনও করা হয়েছিল। সব মিলিয়ে নিজেদের বিভিন্ন দিক সম্পর্কে নতুন করে জানার সুযোগ হয়েছে ক্রিকেটারদের। যা অন্যান্য সময়ে ব্যস্ত সূচির কারণে সম্ভব হয়ে ওঠে না। লকডাউনে পাওয়া এসব শিক্ষা এখন কাজে লাগছে ক্রিকেটারদের।
বৃহস্পতিবার মিরপুরে একক অনুশীলন শেষে আফিফ হোসেন ধ্রুব জানালেন, লকডাউনে শেখা অনেক কিছুই কাজে লাগছে তার। বাংলাদেশের সদ্য সাবেক ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি ব্যাটিংয়ের অনেক কৌশলই দেখিয়ে দিয়েছেন। যা নিয়ে আফিফ বর্তমানে কাজ করছেন।
তরুণ এই ক্রিকেটার বলেন, 'লকডাউনে ব্যাটিং নিয়ে চিন্তা করার অনেক সময়ে পেয়েছি। আমাদের যে সাবেক ব্যাটিং কোচ ছিলেন, নিল ম্যাকেঞ্জি; তার সাথে অনলাইনে আলোচনায় ব্যাটিংয়ের কিছু কৌশল নিয়ে কাজ করেছি। আর ওগুলোই আপাতত করার চেষ্টা করছি। ওগুলো ঠিক করতে পারলে হয়তো আরও ভালো পারফর্ম করতে পারব।'
লকডাউনে অনেক কিছুই শিখেছেন আফিফরা। কিন্তু সময়টা যে কঠিন ছিল, সেটাও জানালেন ২০ বছর বয়সী এই ক্রিকেটার, 'লকডাউনের সময়টা অবশ্যই কঠিন গিয়েছে। আমাদের কোচিং স্টাফ, ট্রেনাররা যেসব সূচি তৈরি করে দিয়েছেন, তা বাসায় করার চেষ্টা করেছি। এ ছাড়া অনলাইনে যেসব সভা হয়েছে সেগুলো অনেক বুস্ট আপ করেছে। এখন মিরপুরে এসে অনুশীলন করতে পেরে ভালো লাগছে।'
'সকল খেলা বন্ধ ছিল, খেলোয়াড়দের জন্য অবশ্যই কঠিন সময়। সামনে খেলা শুরু হচ্ছে, এটা ভালো দিক। সামনের খেলাগুলোতে যেন ভালো করতে পারি, সে আশাই রাখি। আর আপাতত সে অনুযায়ী অনুশীলন করছি।'