আরও ভালো অনুশীলনের আশায় আল আমিন
করোনাভাইরাসের কারণে দীর্ঘ বিরতির পর একক অনুশীলন দিয়ে মাঠে ফিরেছে বাংলাদেশের ক্রিকেট। এক মাসেরও বেশি সময় ধরে একক অনুশীলন করে যাচ্ছেন ক্রিকেটাররা। শুরুর কয়েক সপ্তাহ পুরোপুরি এককভাবে অনুশীলন করতে হয়েছে তাদের। তবে গত সপ্তাহ থেকে ব্যাটসম্যানদের বোলিং করতে পারছেন বোলাররা।
একইভাবে বোলারদের মোকাবিলা করার সুযোগ হয়েছে ব্যাটসম্যানদের। দীর্ঘদিন পর এমন সুযোগ পেয়ে স্বস্তির নিশ্বাস ফেলছেন ক্রিকেটাররা। আল আমিন হোসেন যেমন জানালেন, ব্যাটসম্যানকে বোলিং করতে পেরে ভালো লাগা কাজ করছে তার মধ্যে। সামনের সপ্তাহে কোচিং স্টাফরা ঢাকা ফিরলে আরও ভালোভাবে অনুশীলন করা যাবে বলে মনে করেন ডানহাতি এই পেসার।
শনিবার অনুশীলন শেষে বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় আল আমিন বলেন, 'আমাদের কোচিং স্টাফ যারা আছেন, পরের সপ্তাহে তারা আমাদের মাঝে চলে আসবেন। তো সামনে থেকে আমরা আশা করছি আরও ভালো অনুশীলনের সুযোগ-সুবিধা পাব এবং আরও ভালোভাবে নিজেদেরকে শ্রীলঙ্কা সফরের জন্য প্রস্তুত করতে পারব।'
ব্যাটসম্যানদের বোলিং করতে পেরে স্বস্তির নিশ্বাস ফেলছেন আল আমিন। অভিজ্ঞ এই পেসার বলেন, 'আমরা শেষ দুই সপ্তাহ একক অনুশীলন করেছি। এই সপ্তাহে আমরা ব্যাটসম্যানদের বোলিং করতে পেরেছি। এ জন্য আসলে স্বস্তি লাগছে নিজেদের ভেতরে। কারণ এতোদিন আমরা ব্যাটসম্যানদের বোলিং করতে পারিনি।'
'এতোদিন আমরা ভার্চুয়ালি কোচদের সঙ্গে মিটিং করেছি। যেভাবে দিক নির্দেশনা দিচ্ছিলেন, সেভাবে চলছিলাম। কিন্তু এখন মাঠে অনুশীলনটা পুরোদমে শুরু হয়েছে। তো সামনের সপ্তাহে হয়তো আরও পুরোদমে শুরু হবে। সবকিছু মিলিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য ভালো প্রস্তুতি হচ্ছে।' যোগ করেন ডানহাতি এই পেসার।
শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে ১০-১৫ সেপ্টেম্বরের মধ্যে ২০-২২ সদস্যের দল ঘোষণা করার কথা জানিয়েছে বিসিবি। এই প্রাথমিক দলটি নিয়েই সেপ্টেম্বরের শেষ দিকে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ। শ্রীলঙ্কায় দুই সপ্তাহের অনুশীলনের পর ঘোষণা করা হবে মূল স্কোয়াড। এই সফরে লঙ্কানদের বিপক্ষে তিনটি টেস্ট খেলবে বাংলাদেশ।