রাজশাহীতে কলেজ ছাত্র হত্যায় সাবেক মেয়র লিটনসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
রাজশাহী কলেজের ইসলামি ছাত্রশিবির নেতা রায়হান আলী হত্যাকাণ্ডের ঘটনায় রাজশাহী সিটির সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ ৫০ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে রায়হান আলীর ছোট ভাই রানা ইসলাম বাদী হয়ে নগরীর বোয়ালিয়া মডেল থানায় এ হত্যা মামলাটি করেন। মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও হাজার-বারো শ অজ্ঞাত নেতাকর্মীকে আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন, নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ।
মামলার এজাহারে বলা হয়, গত ৫ আগস্ট দুপুরে মহানগরীর আলুপট্টির স্বচ্ছ টাওয়ারের সামনে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের সময় রাজশাহী সিটির সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের নির্দেশে হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এসময় আসামি মেয়র লিটন ও ডাবলু সরকারের নেতৃত্বে রুবেল, রাজীব, রনি, মোস্তফাসহ অনেক নেতাকর্মীদের ছাত্র জনতার ওপর গুলি করতে দেখা যায়। গুলিবিদ্ধ ছাত্রদের রায়হান আলী উদ্ধার করতে গেলে মামলার তিন নম্বর আসামি জহিরুল হক রুবেল তার হাতে থাকা রিভলভার দিয়ে রায়হান আলীর মাথায় গুলি করেন।
পরে ৮ আগস্ট সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ওসি মাসুদ পারভেজ জানান, সোমবার রাতেই মামলা রেকর্ড করা হয়েছে। একজন পুলিশ কর্মকর্তাকে মামলা তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চালানো হবে।