রাশেদ খান মেনন গ্রেপ্তার
ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (২২ আগস্ট) ডিবির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার ওবায়দুর রহমান টিবিএসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, সাম্প্রতিক বৈষম্য বিরোধী আন্দোলনে রাজধানীর মিরপুরে কলেজছাত্র আলভি হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলার আসামি মেনন। এছাড়া, ২০১৩ সালের মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে ট্রাইব্যুনালে দায়ের করা মামলায়ও তিনি অভিযুক্ত।
এর আগে, আজ সন্ধ্যায় রাজধানীর বনানীতে মেননের নিজ বাসভবন থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
তবে, রাশেদ খান মেননকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে– ডিবির পক্ষ থেকে এখনও তা নিশ্চিত করে জানানো হয়নি।