আন্দোলনকারীদের উপর শামীম ওসমান বাহিনীর গুলি ছোঁড়ার ভিডিও প্রকাশ
নারায়ণগঞ্জে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর শামীম ওসমান ও তার অনুসারীদের গুলিবর্ষণের ভিডিও ছড়িয়ে পরেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে গুলি চালাতে দেখা গেছে তার শ্যালক ও বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটু, বেয়াইসহ সাংবাদিকদেরকেও!
গত শুক্রবার রাতে ৩০ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশিত হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা যায় নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকায় ভারী আগ্নেয়াস্ত্র নিয়ে গুলি ছুড়তে ছুড়তে এগোচ্ছেন শামীম ওসমান ও তার বাহিনী। প্রকাশ্যে এই গুলিবর্ষণের ভিডিও গত ১৯ জুলাই এর। ক্ষমতার পটপরিবর্তনের পর প্রকাশ করা হয়েছে ধারনকৃত এসব ভিডিও।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, শামীম ওসমান ও তার কয়েক শতাধিক অনুসারী আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে শহরের চাষাঢ়া এলাকা থেকে বঙ্গবন্ধু সড়কে শহরের ২ নম্বর রেলগেইট এলাকার দিকে ধাওয়া দিচ্ছেন। সেখানে শামীম ওসমানের শ্যালক তানভীর আহমেদ (টিটু) গুলি ছোড়েন। শামীম ওসমানের আত্মীয় (অয়ন ওসমানের শ্বশুর) ফয়েজ উদ্দিন (লাভলু), তার ছেলে মিনহাজুল ইসলাম ও শীতল পরিবহনের বাসের পরিচালক অনুপ কুমার সাহা, ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিয়াজুল ইসলাম (২০১৮ সালে মেয়র সেলিনা হায়াৎ আইভীর ওপর অস্ত্র উঁচিয়ে ধরে আলোচিত) প্রমুখকে দেখা যায়। এ ছাড়া সেখানে আগ্নেয়াস্ত্র হাতে ছিলেন টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজ ও যুগান্তর পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি রাজু আহমেদ।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, 'গত ১৯ জুলাই দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় চাষাঢ়া থেকে মন্ডলপাড়া পর্যন্ত মহড়া দেয় শামীম ওসমান ও তার বাহিনী। এদিন আন্দোলনকারীদের লক্ষ্য করে বৃষ্টির মত গুলি বর্ষণ করা হয়। সড়ক দখল নিয়ে মুখোমুখী অবস্থানে ছিলো আন্দোলনকারী ও শামীম ওসমানের অনুসারীরা। এদিন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় শহরের নয়ামাটি এলাকার শিশু রিয়া গোপ (৬) এবং দেওভোগ এলাকার পোশাক কর্মী রাসেল (১৫)।'
গুলিবিদ্ধের পর ২২ জুলাই মারা যায় রাসেল। একইভাবে ২৪ জুলাই মৃত্যুবরণ করে রিয়া গোঁপ। দুই মৃত্যুর ঘটনায় শামীম ওসমানের সন্ত্রাসী বাহিনীকে দায়ী করে আসছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক ফারহানা মানিক মুনা টিবিএসকে বলেন, "১৯ জুলাই দুপুর থেকে আন্দোলন সমর্থকরা নারায়ণগঞ্জের শহরের সড়ক অবরোধ করে রেখেছিলো। এরমধ্যে শামীম ওসমান ও তার সন্ত্রাসী বাহিনী আগ্নেয়াস্ত্র নিয়ে এলোপাতারি গুলি চালায় আন্দোলনকারীদের লক্ষ্য করে। তাদের গুলিতেই বাড়ির ছাদে থাকা রিয়া গোপ গুলিবিদ্ধ হয়েছে। আন্দোলনে অংশ নেয়া রাসেলও তাদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। আমরা এই ঘটনায় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।"
প্রকাশিত ভিডিওর বিষয়ে নারায়ণগঞ্জ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আমির খসরু টিবিএসকে বলেন, 'প্রকাশিত ভিডিও আমাদের নজরে এসেছে। এটা নিয়ে আমাদের তদন্ত চলছে। ঘটনার দিন যারা অস্ত্র নিয়ে গুলিবর্ষণ করেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে। একই সাথে অবৈধ এসব অস্ত্র উদ্ধারে আমাদের তৎপরতা চলছে।'
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের কর্মসূচির একপর্যায়ে সরকার পদত্যাগের আন্দোলনে রূপ নেয়। ছাত্র–জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান। আন্দোলনে নিহতের ঘটনায় শেখ হাসিনা, স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমানসহ আওয়ামী লীগের নেতা–কর্মীদের নামে একাধিক মামলা হয়েছে। সরকার পতনের পর শামীম ওসমান ও তার সহযোগীরা আত্মগোপনে রয়েছেন।